দেশের সরকারি ও বেসরকারি স্কুলগুলোতে চলতি বছরে ভর্তির জন্য নির্বাচিত হয়েছে ৩ লাখ ৬ হাজার ৮৮ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। এ ছাড়াও আরও দুটি অপেক্ষমাণ তালিকা করেছে ভর্তি কমিটি। এই তালিকায় রাখা হয়েছে ৩ লাখ ৬ হাজার ৭০৩ জনকে। ভর্তির জন্য যারা মনোনীত হয়েছেন তাদের মোবাইলে এসএসএস করে স্কুলের নাম জানিয়ে দেওয়া হয়েছে।
আজ (মঙ্গলবার) বিকেল ৩টার পর ভর্তিচ্ছু শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। এতে সরকারি ও বেসরকারি স্কুলের ভর্তিযোগ্য প্রার্থীদের তালিকা দেওয়া হয়েছে।    
মাউশি জানিয়েছে, প্রথম তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের ভর্তি কবে শুরু হবে তা দ্রুত সময়ের মধ্যে জানিয়ে দেওয়া হবে। প্রথম তালিকায় সুযোগ পেয়েও যারা ভর্তি হবে না, তাদের ফাঁকা আসনের জন্য আরও দুটি অপেক্ষমাণ তালিকা তৈরি করা হয়েছে।
মাউশি জানিয়েছ, লটারিতে সরকারি স্কুলগুলোতে প্রথম তালিকায় নির্বাচিত হয়েছে ৯৮ হাজার ২০৫ জন। আর বেসরকারি স্কুলে ভর্তির জন্য মনোনীত হয়েছে ২ লাখ ৭ হাজার ৮৮৩ জন। এ ছাড়াও সরকারি স্কুলের প্রথম অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে ৭৯ হাজার ৫০২ জনকে এবং দ্বিতীয় অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে ৫৮ হাজার ৫৫৮ জনকে।
বেসরকারি স্কুলগুলোর জন্যও দুটি অপেক্ষমাণ তালিকা করা হয়েছে। এরমধ্যে প্রথম অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে ১ লাখ ১ হাজার ১৫৬ জন এবং দ্বিতীয় তালিকায় রাখা হয়েছে ৬৭ হাজার ৫১৪ জনকে।
এর আগে আজ দুপুর পৌনে ১২টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে স্কুলে ভর্তি লটারির ফল প্রকাশ করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী) প্রফেসর এস এম আমিনুল ইসলাম।
যেভাবে ফল জানতে পারবেন
শিক্ষার্থী ও অভিভাবকদের লটারির ফল জানতে মাতৃভাষা ইনস্টিটিউটে যাওয়ার প্রয়োজন নেই। তারা ঘরে বসেই ডিজিটাল লটারির ফল অনলাইন ও এসএমএসের মাধ্যমে জানতে পারবেন। নির্ধারিত ওয়েবসাইটে (https://gsa.teletalk.com.bd/) প্রবেশ করে অভিভাবকরা তাদের লগইন আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে লটারির ফল ডাউনলোড ও প্রিন্ট দিতে পারবেন। টেলিটক মোবাইলে এসএমএস এর মাধ্যমে (GSA<Space> Result<Space>User ID লিখে পাঠিয়ে দিতে হবে 16222 নাম্বারে) ফল পাওয়া যাবে।
 
কালের সমাজ//এ.স//আ.য

                                                
            
         
                    
                    
                    
                    
                    
                    
                    
                    
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
          
আপনার মতামত লিখুন :