বিয়ের পর থেকেই যেন নতুন এক আলোচনার কেন্দ্রে বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। কবে তিনি মা হচ্ছেন—এ প্রশ্ন ঘুরপাক খাচ্ছে অনুরাগীদের মনে। কেউ গুনছেন মাস, কেউবা সময়ের হিসাব কষছেন। এমন সময় নায়িকার একটি মন্তব্য ফের নেটদুনিয়ায় চাঞ্চল্য ফেলে দিয়েছে।
গত বছরের ২৩ জুন দীর্ঘদিনের প্রেমিক জাহির ইকবালকে বিয়ে করেন সোনাক্ষী। ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত তাদের দাম্পত্য জীবনের বয়স প্রায় ১৬ মাস। বিয়ের পর থেকেই সোনাক্ষীর ‘মা হওয়া’ নিয়ে শুরু হয় নানা জল্পনা। সম্প্রতি একটি পার্টিতে ঢিলেঢালা পোশাকে হাজির হওয়ায় সেই গুঞ্জন আরও জোরদার হয়। কেউ কেউ দাবি করেন, তিনি নাকি অন্তঃসত্ত্বা!
অবশেষে এ বিষয়ে মুখ খুলেছেন অভিনেত্রী নিজেই, তবে বেশ হাস্যরসাত্মক ভঙ্গিতে। গত বৃহস্পতিবার রাতে ইনস্টাগ্রামে সোনাক্ষী লেখেন,
"মানবজাতির ইতিহাসে সম্ভবত সবচেয়ে দীর্ঘ গর্ভাবস্থা আমার! মিডিয়ার কল্যাণে আমি নাকি ১৬ মাস ধরে অন্তঃসত্ত্বা। এবার বুঝি গিনেস বুকে নাম উঠবে!"
তিনি জানান, একটি ছবিতে পেটে হাত দিয়ে দাঁড়ানোর কারণেই এই বিভ্রান্তি ছড়িয়েছে। আর তাতেই সংবাদমাধ্যমে তৈরি হয়েছে নানা ‘গল্প’।
এই পোস্টের সঙ্গে তিনি দিপাবলীর সাজে কিছু ছবি ও স্বামী জাহির ইকবালের সঙ্গে তোলা হাস্যরসাত্মক মুহূর্তের ঝলকও শেয়ার করেন। তাদের হাসিখুশি উপস্থিতিই যেন বলে দেয়—‘মা হওয়ার’ খবর নিছক গুজব।
প্রসঙ্গত, কিছুদিন আগে প্রযোজক রমেশ তৌরানির আয়োজিত দিপাবলীর পার্টিতে সোনাক্ষীকে ঢিলেঢালা আনারকলি পোশাকে দেখা যায়। সেই সময় স্বামী জাহির মজা করে তার পেটে হাত রাখেন। সেই মুহূর্তটি ক্যামেরাবন্দি হয়ে দ্রুত ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। শুরু হয় জল্পনা—সোনাক্ষী অন্তঃসত্ত্বা!
তবে শেষমেশ নিজেই মজা করে সেই জল্পনায় ইতি টানলেন ‘দাবাং’ খ্যাত এই অভিনেত্রী। জানিয়ে দিলেন—সবই কল্পনা, বাস্তবে তিনি পুরোপুরি সুস্থ ও স্বাভাবিক।
আপনার মতামত লিখুন :