ঢাকা সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ১৩ আশ্বিন ১৪৩২

ডেঙ্গুতে মৃত্যু ১৮১, হাসপাতালে ভর্তি ৬৭৮

কালের সমাজ ডেস্ক | সেপ্টেম্বর ২২, ২০২৫, ০৬:৫৩ পিএম ডেঙ্গুতে মৃত্যু ১৮১, হাসপাতালে ভর্তি ৬৭৮

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশের মশাবাহিত রোগে মৃতের সংখ্যা বেড়ে ১৮১ জনে পৌঁছেছে। একই সময়ে নতুন করে ৬৭৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম সোমবার (২২ সেপ্টেম্বর) এই তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়েছে, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে একজন করে মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি সংখ্যায় বরিশাল বিভাগ সবচেয়ে এগিয়ে; এখানে ১৪৯ জন নতুন রোগী ভর্তি হয়েছে।

অন্য বিভাগের হাসপাতালে ভর্তি সংখ্যা গত ২৪ ঘণ্টায় এ রকম:

  • ঢাকা উত্তর সিটি করপোরেশন: ১২৬ জন

  • ঢাকা বিভাগ: ১১৩ জন

  • চট্টগ্রাম বিভাগ: ৯০ জন

  • ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন: ৭৪ জন

  • রাজশাহী বিভাগ: ৫৫ জন

  • ময়মনসিংহ বিভাগ: ৩৩ জন

  • খুলনা বিভাগ: ২৫ জন

  • রংপুর বিভাগ: ১০ জন

  • সিলেট বিভাগ: ৩ জন

বছরের শুরু ১ জানুয়ারি থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু (৮৫ জন) হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে। এছাড়াও বরিশাল বিভাগে ২৮ জন, চট্টগ্রাম বিভাগে ২৩ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২২ জন, রাজশাহী বিভাগে ১০ জন, ময়মনসিংহে ৬ জন, খুলনায় ৫ জন এবং ঢাকা বিভাগে ২ জনের মৃত্যু হয়েছে।

এই পরিস্থিতি সতর্কবার্তা হিসেবে সরকারের পাশাপাশি সাধারণ মানুষকে ডেঙ্গু প্রতিরোধে আরও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।

 

Side banner
Link copied!