ঢাকা বৃহস্পতিবার, ০৯ অক্টোবর, ২০২৫, ২৪ আশ্বিন ১৪৩২

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৩৫ জন

নিজস্ব প্রতিবেদক | সেপ্টেম্বর ২৯, ২০২৫, ০৫:৫০ পিএম গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৩৫ জন

দেশে ডেঙ্গু পরিস্থিতি এখনও উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে আরও ৭৩৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রতিবেদনে জানানো হয়েছে, মৃত তিনজনের মধ্যে একজন ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের, একজন ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরে এবং একজন বরিশাল বিভাগের।

হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যার বিচারে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ১৫৬ জন ভর্তি হয়েছে। অন্য বিভাগগুলোতে ভর্তি সংখ্যা হচ্ছে: ঢাকা উত্তর সিটি করপোরেশন ১২১, বরিশাল ১১৬, চট্টগ্রাম ৯৮, ঢাকা দক্ষিণ ৯৫, রাজশাহী ৫৭, খুলনা ৩৯, ময়মনসিংহ ৩৫, রংপুর ১৪ এবং সিলেট ৪ জন।

এর আগে রোববার (২৮ সেপ্টেম্বর) ৪ জন ডেঙ্গু আক্রান্তের মৃত্যু হয়। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা ১৯৫ জনে পৌঁছেছে।

স্বাস্থ্য অধিদফতর জনসাধারণকে সতর্ক করে জানিয়েছে, ডেঙ্গু প্রতিরোধে মশার প্রজননস্থল ধ্বংস, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং রোগের উপসর্গ দেখা দিলে দ্রুত হাসপাতালে যাওয়ার গুরুত্ব অপরিসীম।

কালের সমাজ // র.ন

Side banner
Link copied!