ঢাকা সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২

যুদ্ধবিরতি ভেঙে লেবাননে ফের ইসরাইলি হামলা

আন্তর্জাতিক ডেস্ক | নভেম্বর ১০, ২০২৫, ১০:২৪ এএম যুদ্ধবিরতি ভেঙে লেবাননে ফের ইসরাইলি হামলা

লেবাননের দক্ষিণাঞ্চলে আবারও আঘাত হেনেছে ইসরাইলি বাহিনী, যার ফলে অন্তত দুই ব্যক্তি প্রাণ হারিয়েছেন। এই হামলা সাম্প্রতিক যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে।

সোমবার (১০ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এ তথ্য জানিয়েছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে জানা গেছে, ২০২৪ সালের নভেম্বর থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি উপেক্ষা করে ইসরাইল এই হামলা পরিচালনা করে।

রোববার প্রকাশিত এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, বিনত জবাইল অঞ্চলের আল-সাওয়ানে ও খিরবেত সেলেমের মধ্যবর্তী এলাকায় ইসরাইলি ড্রোনের আঘাতে একজন নিহত হন। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ জানায়, ওই এলাকায় একটি পিকআপ ট্রাক লক্ষ্য করে তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।

অন্যদিকে, নাবাতিয়ের ইকলিম আল-তুফাহ অঞ্চলে হুমাইন আল-ফাওকা–হামিলা সড়কে আরেকটি গাড়িতে হামলায় আরও একজন প্রাণ হারান বলে সংস্থাটির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এনএনএর তথ্য অনুযায়ী, ইসরাইলি ড্রোনগুলো টায়ার জেলা, নাবাতিয়ে প্রদেশ, ইকলিম আল-তুফাহ ও বিনত জবাইলের আকাশে নিচু উচ্চতায় টহল দিচ্ছে।

এ বিষয়ে ইসরাইলি সামরিক বাহিনী এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

দক্ষিণ লেবাননে সাম্প্রতিক সপ্তাহগুলোতে সংঘাতের মাত্রা ক্রমেই বাড়ছে। প্রায় প্রতিদিনই ইসরাইলি বাহিনী সীমান্তবর্তী এলাকাগুলোতে বিমান হামলা ও গোলাবর্ষণ চালাচ্ছে।

 

কালের সমাজ/ সাএ

Side banner
Link copied!