ঢাকা বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ১ মাঘ ১৪৩২

শনিবার পদত্যাগ করবেন অ্যাটর্নি জেনারেল

নিজস্ব প্রতিবেদক | ডিসেম্বর ২৪, ২০২৫, ০৩:৫৬ পিএম শনিবার পদত্যাগ করবেন অ্যাটর্নি জেনারেল

আগামি শনিবার(২৭ ডিসেম্বর) পদত্যাগ করবেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান । বুধবার (২৪ ডিসেম্বর) তার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে শনিবার (২০ ডিসেম্বর) তিনি অ্যাটর্নি জেনারেলের পদ থেকে ইস্তফা দিয়ে ঝিনাইদহ-১ (শৈলকূপা) আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন।

মো. আসাদুজ্জামান বলেন, অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করার পর তিনি সকলের সঙ্গে মিলে সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেবেন। তিনি এমপি হতে চান যাতে এলাকার উন্নয়ন ও সন্ত্রাসমুক্ত শৈলকূপা গড়ে তোলা যায়।

বিকেলে শৈলকূপা উপজেলা বিএনপি আয়োজিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির রুহের মাগফেরাত কামনা এবং বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা তিনি বলেন।

Side banner
Link copied!