শতাধিক গুম ও খুনসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। একইসঙ্গে মামলার সূচনা বক্তব্য এবং সাক্ষ্য গ্রহণের জন ৮ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।
বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ দিন ধার্য করেন।
এদিন, জিয়াউলের বিরুদ্ধে যে ৩টি অভিযোগ আনা হয়েছে, তার কোনটাই তিনি দোষ স্বীকার করবেন কিনা প্রশ্ন করেন বিচারপতি। জবাবে জিয়াউল আহসান অস্বীকার করে আদালতের কাছে ন্যায়বিচার প্রত্যাশা করেন। পরে মামলার প্রাইমা ফেসি গ্রাউন্ড তুলে ধরে তার বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল।
উল্লেখ্য, গত ৪ জানুয়ারি জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানি করে প্রসিকিউশন। শুনানিতে আওয়ামী লীগ সরকারের আমলে ১০৩ জনকে গুম-খুনের দায়ে তিনটি অভিযোগ পড়ে শোনান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। একইসঙ্গে অভিযোগ গঠনের জন্য ট্রাইব্যুনালের কাছে আর্জি জানান তিনি।
কালের সমাজ/এসআর


আপনার মতামত লিখুন :