ঢাকা মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২

মাইলস্টোন ট্রাজেডি: আয়ান নামে আরও এক শিক্ষার্থীর মৃত্যু

কালের সমাজ | নিজস্ব প্রতিবেদক জুলাই ২৮, ২০২৫, ১০:৩৫ এএম মাইলস্টোন ট্রাজেডি: আয়ান নামে আরও এক শিক্ষার্থীর মৃত্যু

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহত সাহিল ফারাভি আয়ান (১৪) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। রোববার (২৭ জুলাই) রাত ১টা ৪৫ মিনিটে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে শেষ নিঃশ্বাস ত্যাগ করে সে।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, আয়ানের শ্বাসনালিতে মারাত্মক ক্ষত ছাড়াও শরীরের প্রায় ৪০ শতাংশ পুড়ে গিয়েছিল। দীর্ঘসময় আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়।

এদিকে ভয়াবহ এই দুর্ঘটনার তদন্তে ৯ সদস্যের একটি কমিটি গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। রোববার রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।


গত সোমবার (২১ জুলাই) দুপুরে মাইলস্টোন স্কুল ক্যাম্পাসে একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে একাধিক শিক্ষার্থী দগ্ধ ও আহত হয়। এখনো বেশ কয়েকজন শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছে, যাদের মধ্যে অন্তত চারজনের অবস্থা আশঙ্কাজনক।

শনিবার (২৬ জুলাই) রাতে আহতদের খোঁজখবর নিতে বার্ন ইনস্টিটিউট পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি চিকিৎসাসেবা অব্যাহত রাখতে প্রয়োজনীয় নির্দেশনাও দেন।


এদিকে দুর্ঘটনার পর থেকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে পাঠদান কার্যক্রম স্থগিত রয়েছে। আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়ার আয়োজন করা হয়েছে এবং শিক্ষার্থীদের মানসিক স্থিতি ফিরে পেতে সহায়ক পরিবেশ নিশ্চিতে রোববার ও সোমবার পর্যন্ত ক্লাস-পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত জানিয়েছে কর্তৃপক্ষ।


কালের সমাজ//র.ন

Side banner
Link copied!