ঢাকা মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২

নির্বাচন উপলক্ষে দেড় লাখ পুলিশকে প্রশিক্ষণ দেওয়া হবে: প্রেস সচিব

কালের সমাজ | নিজস্ব প্রতিবেদক জুলাই ২৮, ২০২৫, ০৩:১৬ পিএম নির্বাচন উপলক্ষে দেড় লাখ পুলিশকে প্রশিক্ষণ দেওয়া হবে: প্রেস সচিব

নির্বাচনকে কেন্দ্র করে দেড় লাখ পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, সেপ্টেম্বর থেকে শুরু হয়ে তিন মাসব্যাপী এই প্রশিক্ষণ চলবে।

সোমবার (২৮ জুলাই) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান তিনি।

প্রেস সচিব বলেন, “পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) জানিয়েছেন যে নির্বাচন উপলক্ষে সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাসে দেড় লাখ পুলিশ সদস্যকে প্রশিক্ষণের আওতায় আনা হবে।”

তিনি আরও বলেন, “নির্বাচন ঘিরে মিথ্যা তথ্য ও গুজব ছড়ানোর প্রবণতা বাড়ছে। এসব মিসইনফরমেশন মোকাবিলায় ন্যাশনাল ইনফরমেশন সেন্টারকে দ্রুত সক্রিয় করা হবে। এই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বৈঠকে।”

প্রেস সচিব আরও জানান, আইন-শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী ও প্রশাসনের মধ্যে সমন্বয় বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। কেন্দ্র থেকে মাঠপর্যায় পর্যন্ত সর্বত্র সমন্বিতভাবে কাজ করার ওপর জোর দেওয়া হয়েছে।

এছাড়া, নির্বাচন কমিশনের ৭১ জন কর্মকর্তাকে রদবদল করা হয়েছে বলেও বৈঠকে জানানো হয়।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!