ঢাকা মঙ্গলবার, ০৫ আগস্ট, ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২

ঢাকার বিপক্ষে খুলনার জয় 

কালের সমাজ | ক্রীড়া প্রতিবেদক ডিসেম্বর ১৭, ২০২৪, ০২:৪৪ পিএম ঢাকার বিপক্ষে খুলনার জয় 

ন্যাশনাল ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টিতে এনামুল হক বিজয়ের সেঞ্চুরির উপর ভর করে ঢাকা বিভাগের বিপক্ষে ২১ রানের জয় পেয়েছে খুলনা বিভাগ। দুই ম্যাচ পর জয়ের স্বাদ পেল  নুরুল হাসান সোহানের দল খুলনা।ন্যাশনাল ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টিতে এনামুল হক বিজয়ের দুর্দান্ত সেঞ্চুরিতে জিতেছে খুলনা বিভাগ। এ দিন ঢাকা বিভাগকে ২১ রানে হারিয়েছে তারা।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে বিজয়ের ১০১ রানের ওপর ভর করে ৩ উইকেটে ১৮০ রান করে খুলনা।

খুলনার হয়ে ৬৭ বলে ১০১ রানের অপরাজিত ইনিংস খেলেন বিজয়। শেষ পর্যন্ত ক্রিজ আগলে রেখে দশটি ৪ ও ৫টি ছক্কা হাঁকান খুলনার এই ওপেনার।

এ ছাড়া বিজয়ের সঙ্গে লড়াই করেন নুরুল হাসান সোহানও। ২৩ বলে ৩৪ রানের অপরাজিত ইনিংস খেলেন এই উইকেটরক্ষক ব্যাটার।

আজিজুল হাকিম তামিম ১৮ ও ইমরুল কায়েস ১৪ রান নিয়ে আউট হন। ঢাকার হয়ে ২ উইকেট নেন নাজমুল ইসলাম অপু।

জবাবে ব্যাট করতে নামা ঢাকা বিভাগের তাইবুর রহমান ও মাহিদুল হাসান অঙ্কনের লড়াইটা ছিল চোখে পড়ার মতো। তবে পঞ্চম উইকেটে ৮৯ রানের জুটিতেও দলের জয় ছিনিয়ে নিতে পারেননি তারা।

তাইবুর ৪১ বলে ৬৩ রান করেন। ২৩ বলে ৪৩ রান নিয়ে ক্রিজে টিকে ছিলেন অঙ্কন। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৫৯ রান করতে পারে ঢাকা। খুলনার হয়ে ৩ উইকেট শিকার করেন জাইদ উল্লাহ।

টুর্নামেন্টে ৫ ম্যাচে খুলনার দ্বিতীয় জয় এটি। এই জয়ে টেবিলের তলানী থেকে পঞ্চম স্থানে উঠে গেছে খুলনা।

কালের সমাজ/এস কে

Side banner
Link copied!