বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে সিরিজে পাওয়ার্ড বাই স্পন্সর হিসেবে থাকছে দেশের শীর্ষ এবং স্বনামধন্য টেক জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি।আরব আমিরাতের শহর শারজায় হবে বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে সিরিজ। তিন ম্যাচের এই সিরিজে টাইটেল স্পন্সর হিসেবে থাকছে দেশটির মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান এটিসালাত।
সিরিজের নামকরণ করা হয়েছে, ‘এটিসালাত আফগানিস্তান-বাংলাদেশ সিরিজ ২০২৪ পাওয়ার্ড বাই ওয়ালটন।’
দীর্ঘদিন বাংলাদেশের ক্রিকেটসহ সব ধরনের খেলাধুলাতে পৃষ্ঠপোষকতা করে আসছে ওয়ালটন। গত এক দশকেরও বেশি সময় ধরে দেশের ঘরোয়া, জাতীয় ও আন্তর্জাতিক ক্রিকেটে পৃষ্ঠপোষকতা করছে ক্রীড়াবান্ধব এই প্রতিষ্ঠানটি।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল দেশের বাইরে যেখানেই খেলতে যাচ্ছে- সেখানেই থাকছে ওয়ালটন। এর তেমন কোনো ব্যত্যয় হয়নি। বাংলাদেশ জাতীয় দলকে উজ্জীবিত করা এবং খেলাধুলাকে এগিয়ে নেওয়াই প্রতিষ্ঠানটির মূল উদ্দেশ্য।
বিদেশের মাটিতে বাংলাদেশের সবশেষ ভারত সিরিজেও যুক্ত ছিল ওয়ালটন। তারই ধারাবাহিকতায় এবার আফগানিস্তান সিরিজেও পৃষ্ঠপোষকতা বজায় রেখেছে প্রতিষ্ঠানটি।
পৃষ্ঠপোষকতা নিয়ে ওয়ালটনের অ্যাডিশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিলটন বলেন, ‘ওয়ালটন ক্রীড়াবান্ধব একটি প্রতিষ্ঠান। অন্যান্য খেলাধুলার ন্যায় ক্রিকেটেও নিয়মিতভাবে পৃষ্ঠপোষক হিসেবে কাজ করছে। মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে ওয়ালটন সবসময় খেলাধুলাকে অগ্রাধিকার দিয়েছে। সেই ধারবাহিকতায় এই সিরিজেও পৃষ্ঠপোষকতা করছে। ভবিষ্যতেও পৃষ্ঠপোষকতা বজায় রাখবে ওয়ালটন।’
মরুর দেশ আমিরাতের ঐতিহাসিক মাঠ শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ৬ নভেম্বর থেকে এই সিরিজটি শুরু হবে। সিরিজের বাকি দুই ম্যাচ যথাক্রমে ৯ ও ১১ নভেম্বর মাঠে গড়াবে। দিবারাত্রির এই সিরিজের প্রতিটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়।
কালের সমাজ/এ.স/আ.য

                                                
            
         
                    
                    
                    
                    
                    
                    
                    
                    
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
          
আপনার মতামত লিখুন :