ঢাকা মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ৩০ পৌষ ১৪৩২

ভারতে খেলতে না যাওয়ার বিষয়ে আমরা অনড় : ক্রীড়া উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক | জানুয়ারি ৭, ২০২৬, ০৬:০৯ পিএম ভারতে খেলতে না যাওয়ার বিষয়ে আমরা অনড় : ক্রীড়া উপদেষ্টা

বর্তমান পরিস্থিতিতে ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্তে বাংলাদেশ অনড় রয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। তিনি আশা প্রকাশ করেছেন, বাংলাদেশের এই অবস্থান আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) যুক্তিসংগতভাবে বোঝানো সম্ভব হবে।

 

বুধবার (৭ জানুয়ারি) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে এক বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। বৈঠকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ বোর্ডের পরিচালকরা এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

আসিফ নজরুল বলেন, ক্রিকেটারদের নিরাপত্তা, দেশের সামগ্রিক নিরাপত্তা ও জাতীয় মর্যাদার প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। বাংলাদেশ বিশ্বকাপে অংশ নিতে আগ্রহী উল্লেখ করে তিনি বলেন, দেশটি ক্রিকেট খেলতে চায় এবং বিশ্বকাপেও অংশ নিতে চায়, তবে বিকল্প আয়োজক দেশ শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের দাবি রয়েছে।

 

তিনি আরও বলেন, ভারতে খেলতে না যাওয়ার বিষয়ে বাংলাদেশের অবস্থান স্পষ্ট ও দৃঢ়। কেন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেটি আইসিসির কাছে যুক্তি ও বাস্তবতার আলোকে তুলে ধরা হবে। বাংলাদেশের প্রত্যাশা, আইসিসি বিষয়টি নিরপেক্ষ ও সহানুভূতিশীলভাবে বিবেচনা করবে এবং যোগ্যতা অর্জনের মাধ্যমে পাওয়া বিশ্বকাপে অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করবে।

 

প্রসঙ্গত, আইপিএল থেকে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড থেকে বাদ দেওয়ার পর ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে নিরাপত্তা শঙ্কার কথা তুলে ধরে ভেন্যু পরিবর্তনের অনুরোধ জানায় বাংলাদেশ। এ বিষয়ে বিসিবি আনুষ্ঠানিকভাবে আইসিসিকে অবহিত করেছে। পরবর্তীতে আইসিসি বিসিবির উত্থাপিত উদ্বেগ সমাধানে একসঙ্গে কাজ করার আগ্রহের কথাও জানিয়েছে।

Side banner
Link copied!