৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা উপলক্ষে রাজবাড়ীতে অনুষ্ঠিত হয়েছে এক বিজ্ঞানবিষয়ক সেমিনার। বুধবার (১৪ মে) সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসনের আয়োজনে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় রাজবাড়ী কালেক্টরেট সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শংকর চন্দ্র বৈদ্য। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক সুলতানা আক্তার এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. কামরুল ইসলাম।
অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোল্লা ইফতেখার আহমেদ। এছাড়া বক্তব্য রাখেন রাজবাড়ী সরকারি কলেজের প্রভাষক মাহাবুবুর রহমান, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের প্রতিনিধি রবিন বসাক, রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মোস্তাকি কবিরসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
পুলিশ সুপার মো. কামরুল ইসলাম বলেন, “আমাদের দেশের শিশুদের মেধা ও মনন বিশ্বমানের। অনেকেই নাসা, গুগল, মেটার মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কাজ করে দেশের সুনাম বাড়াচ্ছে। প্রযুক্তির সহজলভ্যতা আজকের প্রজন্মকে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছে। তাই বিজ্ঞানকে কাজে লাগিয়ে নিজেদের জ্ঞানকে সমৃদ্ধ করতে হবে।”
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, “বর্তমান প্রযুক্তিনির্ভর যুগে ক্ষুদে বিজ্ঞানীদের উৎসাহ দেওয়া জরুরি। তারা একদিন দেশের ভবিষ্যৎ হয়ে উঠবে। আজকের বিশ্বায়নের পেছনে রয়েছে বিজ্ঞানের বিশাল অবদান। উন্নত বিশ্ব বিজ্ঞানকে মূলমন্ত্র করে এগিয়ে যাচ্ছে, আমাদেরও বিজ্ঞানচর্চাকে গুরুত্ব দিতে হবে।”
সেমিনারে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :