ঢাকা সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

ঝিনাইদহ শৈলকুপায় ব্যবসায়ীর বাড়িতে দুধর্ষ ডাকাতি

কালের সমাজ | মোঃ হামিদ পারভেজ, ঝিনাইদহ প্রতিনিধি মে ২৫, ২০২৫, ০৬:২১ পিএম ঝিনাইদহ শৈলকুপায় ব্যবসায়ীর বাড়িতে দুধর্ষ ডাকাতি

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মোহাম্মদপুর গ্রামে এক পোল্টি ব্যবসায়ী রিপন হোসেনের বাড়িতে দুধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার গভীর রাতে ডাকাতরা পরিবারের সদস্যদের ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ১১ লাখ টাকা ও ১৫ ভরি স্বর্ণালংকার লুট নিয়ে যায়।

 

ভুক্তভোগী রিপন হোসেন জানান, রাত সাড়ে ২টার দিকে বাড়ির পেছনের দরজা ভেঙে ডাকাতরা প্রবেশ করে। এরপর তারা পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ব্যবসায়ের নগদ টাকা ও স্বর্ণালংকার হাতিয়ে নেয়।

 

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, ডাকাতির ঘটনা জানতে পেরে রোববার সকালে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ডাকাতদের ধরতে বিভিন্ন স্থানে অভিযান চলমান রয়েছে এবং দ্রুত তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।


কালের সমাজ//এসং//র.ন

Side banner

পথে-প্রান্তরে বিভাগের আরো খবর

Link copied!