ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২
নরসিংদীতে প্রবাসীর বাড়িতে হামলা:

স্বেচ্ছাসেবক দল নেতাকে দলীয় কার্যক্রম থেকে অব্যাহতি

স্টাফ রিপোর্টার মে ২৯, ২০২৫, ০৬:৩৪ পিএম স্বেচ্ছাসেবক দল নেতাকে দলীয় কার্যক্রম থেকে অব্যাহতি

নরসিংদীর পলাশে এক প্রবাসীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় অভিযুক্ত সেই স্বেচ্ছাসেবক দল নেতা কাউছার ভূইয়াকে দলিয় সকল কার্যক্রম থেকে অব্যাহতি দিয়েছে উপজেলা বিএনপি। গতকাল  (২৮ মে) রাতে দলিয় ভাবে এই সিদ্ধান্ত দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী ২ আসনের সাবেক সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান। বিষয়টি নিশ্চিত করেন পলাশ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সাত্তার। অভিযুক্ত কাউছার ভূইয়া মালিতা গ্রামের গিয়াসউদ্দিনের ছেলে ও পলাশ থানা স্বেচ্ছাসেবক দল এর সাধারণ সম্পাদক।

 পলাশ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সাত্তার জানান, গত ২৫ মে চরসিন্দুরের মালিতা গ্রামে এক প্রবাসীর বাড়িতে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ও দলিয় শৃঙ্খলা  ভঙ্গের দায়ে ড. আব্দুল মঈন খান অভিযুক্ত কাওছার ভূইয়াকে দলের সকল কার্যক্রম থেকে অব্যাহতি দিতে নির্দেশ দেন। পরে মৌখিক ভাবে অভিযুক্ত কাউছার ভূইয়াকে প্রাথমিক ভাবে দলের সকল কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়। এদিকে এ বিষয়ে পলাশ থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এ্যাড. বাছেদ মিয়া জানান, অব্যাহতির বিষয়টি তার জানা নেই।

উল্লেখ যে, গত রবিবার (২৫ মে ) দুপুরে জমি সংক্রান্ত বিরোধের  জের ধরে  দলবল নিয়ে স্বেচ্ছাসেবক দল নেতা কাউছার ভূইয়া মালিতা গ্রামের আরজু ভূইয়ার বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। পরে ভুক্তভোগীর পরিবার অভিযুক্ত কাউছার ভূইয়াসহ ৬ জনের নামসহ অজ্ঞাত আরো ১৫/২০ জনকে আসামি করে পলাশ থানায়  মামলা দায়ের করেন।

 

কালের  সমাজ/এ.জে

Side banner

পথে-প্রান্তরে বিভাগের আরো খবর

Link copied!