‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য’ চিরন্তন এই বাণী অনেকের মুখে শোনা গেলেও, বাস্তবে তা ধারণ করে এগিয়ে আসেন খুব কম মানুষ। তবে সমাজে এখনো কিছু মানুষ আছেন, যারা নিঃস্বার্থভাবে মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতা ও সামাজিক দায়িত্ববোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন। এমনই একজন সোনারগাঁও পৌরসভার সমাজসেবী, জনপ্রিয় মুখ ওমর ফারুক টিটু।
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার কৃতী এই সন্তান প্রবীণ রাজনীতিক ও উপজেলা বিএনপি নেতা হাজী সালাউদ্দিনের মেঝো ছেলে। রাজনৈতিক কোনো পদ-পদবী না থাকলেও দীর্ঘদিন ধরে তিনি নিজ উদ্যোগে সমাজসেবায় যুক্ত রয়েছেন।
রাস্তাঘাট সংস্কার, দরিদ্র পরিবারে মেয়েদের বিয়ের ব্যবস্থা, অসহায়দের মাঝে ভ্যান ও সেলাই মেশিন বিতরণ, অসুস্থদের আর্থিক সহায়তা, শিক্ষার্থীদের মাঝে উপহার ও উৎসাহ প্রদান, এমনকি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ—প্রতিনিয়তই ওমর ফারুক টিটুর এসব কর্মে খুশি এলাকার সাধারণ মানুষ।
শীতের রাতে খালি গায়ে থাকা ছিন্নমূল মানুষের গায়ে কম্বল জড়িয়ে দিতে দেখা যায় তাকে। পৌর এলাকার কোনো গরীব বা অসুস্থ মানুষ সমস্যায় পড়লে, প্রথমেই তারা ছুটে যান ওমর ফারুক টিটুর কাছে। তিনিও সাধ্যমতো সহযোগিতা করে তাদের পাশে দাঁড়ান।
মানবিক এই কর্মকাণ্ডের মাধ্যমে ইতোমধ্যে তিনি এলাকায় ‘সাদা মনের মানুষ’ হিসেবে পরিচিতি পেয়েছেন। স্থানীয়রা তাকে দিয়েছেন ‘মানবিক ও সমাজসেবক’ উপাধি। তার কাজ দেখে অনেকেই সমাজসেবায় অনুপ্রাণিত হচ্ছেন।
নিজের এই উদ্যোগ সম্পর্কে ওমর ফারুক টিটু বলেন, “আমার স্বপ্ন—দেশ ও মানুষের কল্যাণে কাজ করা। যতদিন বেঁচে থাকব, সমাজসেবা এবং পরিবেশ রক্ষায় কাজ করে যেতে চাই।”
তিনি আরও বলেন, “শুধু আমি একা কিছু করতে পারবো না। আমাদের প্রত্যেককেই নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। তাহলেই সমাজ বদলাবে, দেশ এগিয়ে যাবে।”
সামাজিক উন্নয়নের এই মহৎ পথে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন তিনি।
কালের সমাজ//এসং.র.ন
আপনার মতামত লিখুন :