ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২

গোপালগঞ্জে কারফিউ শিথিল, ১৪৪ ধারা জারি

কালের সমাজ | গোপালগঞ্জ প্রতিনিধি জুলাই ২০, ২০২৫, ১০:০৮ এএম গোপালগঞ্জে কারফিউ শিথিল, ১৪৪ ধারা জারি

গোপালগঞ্জে উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে কারফিউ শিথিল করে রোববার (২০ জুলাই) ভোর ৬টা থেকে জারি করা হয়েছে ১৪৪ ধারা। এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে রাত ৮টা পর্যন্ত। নিরাপত্তা নিশ্চিত করতে জেলায় মোতায়েন রয়েছে সেনাবাহিনী, পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।


জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ১৪৪ ধারার আওতায় যেকোনো ধরনের সভা, সমাবেশ, মিছিল ও জনসমাবেশ নিষিদ্ধ থাকবে। তবে পরীক্ষার্থী, শিক্ষার্থী, সরকারি অফিস এবং জরুরি পরিষেবা সংশ্লিষ্ট ব্যক্তিরা এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবেন।


এর আগে শনিবার (১৯ জুলাই) রাত ৮টা থেকে জারিকৃত কারফিউ শিথিল করা হয় রোববার ভোর ৬টায়।


রোববার সকালে শহরের বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জনজীবন। খানিকটা ভীতি কাটিয়ে মানুষ জীবিকার তাগিদে বেরিয়ে পড়েছে, খুলছে দোকানপাটও। তবে এখনও রয়েছে গ্রেফতার আতঙ্ক।


গত ১৬ জুলাই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচিকে কেন্দ্র করে সহিংস পরিস্থিতি সৃষ্টি হলে জেলা ম্যাজিস্ট্রেট প্রথমে ১৪৪ ধারা জারি করেন। পরে পরিস্থিতির অবনতিতে ওই দিন রাত ৮টা থেকে কারফিউ জারি করা হয়।


পরবর্তীতে বৃহস্পতিবার বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরীর ঘোষণায় প্রথম দফায় কারফিউ বাড়িয়ে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত করা হয়। শুক্রবার সন্ধ্যায় দ্বিতীয় দফায় মেয়াদ বাড়িয়ে তা শনিবার সকাল ৬টা পর্যন্ত কার্যকর রাখা হয়। সর্বশেষ শনিবার সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল ছিল।


এদিকে, সহিংস ঘটনার প্রেক্ষিতে এখন পর্যন্ত চারটি মামলার বিষয়টি নিশ্চিত করেছে প্রশাসন। যদিও যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতারের বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি পুলিশ।


শহরের বিভিন্ন সড়কে রোববার সকালেও সেনাবাহিনীর এপিসি ও পুলিশের টহল অব্যাহত ছিল।


কালের সমাজ//এসং.র.ন

Side banner
Link copied!