ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২

ফরিদপুরে বাস-বাস সংঘর্ষে নিহত ৩, আহত ১৫

কালের সমাজ | জেলা প্রতিনিধি, ফরিদপুর জুলাই ২৪, ২০২৫, ১২:২৮ পিএম ফরিদপুরে বাস-বাস সংঘর্ষে নিহত ৩, আহত ১৫

ফরিদপুর সদর উপজেলায় দুইটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।


বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কানাইপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন করিমপুর হাইওয়ে ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দিন চৌধুরী। তিনি জানান, ফরিদপুরগামী একটি বাসের সঙ্গে চুয়াডাঙ্গাগামী আরেকটি বাসের সংঘর্ষ হয়। এতে চালকসহ তিনজন ঘটনাস্থলেই মারা যান।


আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।


কালের সমাজ//র.ন

Side banner
Link copied!