ঢাকা শনিবার, ২৬ জুলাই, ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২

ফরিদপুরে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কালের সমাজ | বিপুল চন্দ, ফরিদপুর প্রতিনিধি জুলাই ২৪, ২০২৫, ০৬:৪৯ পিএম ফরিদপুরে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ফরিদপুর শহরের রথখোলা এলাকা থেকে হেরোইনসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০। বৃহস্পতিবার দিবাগত রাত ১টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে।

 

অভিযানে আনুমানিক ১৬,২০০ টাকা মূল্যের মোট ৫৪ পুরিয়া হেরোইন (ওজন ৪.৫ গ্রাম) উদ্ধার করা হয়। এ সময় মো. লিটন শেখ (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তিনি মৃত রব শেখের ছেলে এবং রথখোলা এলাকার স্থায়ী বাসিন্দা।

 

র‌্যাব-১০ জানায়, গ্রেফতারকৃত লিটন শেখ দীর্ঘদিন ধরে অবৈধভাবে হেরোইনসহ অন্যান্য মাদক সংগ্রহ করে ফরিদপুরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।

 

গ্রেফতারের পর তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

 

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!