ঢাকা শনিবার, ২৬ জুলাই, ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২

কুলিয়ারচরের শিক্ষক বাবু সঞ্জিত চন্দ্র রায়ের মৃত্যুতে বিদ্যালয় প্রাঙ্গনে শোকের ছায়া

কালের সমাজ | মো. সবুজ মিয়া, কুলিয়ারচর (কিশোরগঞ্জ ) প্রতিনিধি জুলাই ২৪, ২০২৫, ০৮:০৫ পিএম কুলিয়ারচরের শিক্ষক বাবু সঞ্জিত চন্দ্র রায়ের মৃত্যুতে বিদ্যালয় প্রাঙ্গনে শোকের ছায়া

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক স্বর্গীয় বাবু সঞ্জিত চন্দ্র রায় আর নেই। দীর্ঘদিন ধরে অসুস্থতাজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে বিদ্যালয় পরিবার, ছাত্র-ছাত্রী, প্রাক্তন শিক্ষার্থী এবং এলাকাবাসীর মাঝে নেমে এসেছে গভীর শোকের ছায়া।


বৃহস্পতিবার সকালে তাঁর মরদেহ বিদ্যালয় প্রাঙ্গণে পৌঁছালে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। প্রিয় স্যারকে শেষবারের মতো এক নজর দেখতে উপচে পড়া ভিড় জমে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, প্রাক্তন ছাত্র-ছাত্রী ও স্থানীয় মানুষের। অনেকে চোখের পানি ধরে রাখতে পারেননি।


বিদ্যালয় চত্বরে এক মিনিট নীরবতা পালন করে তাঁর আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং সংক্ষিপ্ত শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে বক্তারা বলেন, “স্যার শুধু একজন শিক্ষক ছিলেন না, ছিলেন একজন আদর্শবান মানুষ গড়ার কারিগর।”


সঞ্জিত চন্দ্র রায় ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল অ্যান্ড কলেজে মোট ৪৪ বছর শিক্ষকতা করেছেন, যার মধ্যে ৩৫ বছর দায়িত্ব পালন করেছেন সহকারী প্রধান শিক্ষক হিসেবে। তাঁর কর্মনিষ্ঠা, সততা, সময়ানুবর্তিতা ও শিক্ষার্থীদের প্রতি মমত্ববোধ তাঁকে প্রতিষ্ঠানের ইতিহাসে একজন স্মরণীয় ব্যক্তিত্বে পরিণত করেছে।


এক প্রাক্তন শিক্ষার্থী বলেন, “স্যার ছিলেন আমাদের জীবনের আলোকবর্তিকা। তিনি আমাদের শুধু পড়াননি, শেখার প্রেরণা জুগিয়েছেন।”


পরে বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে তাঁর প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছে। শোকাহত শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীর পক্ষ থেকে দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়।


কালের সমাজ//র.ন

Side banner
Link copied!