ঢাকা শনিবার, ২৬ জুলাই, ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২

কিশোরগঞ্জে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন জেলা যুবদল নেতা

কালের সমাজ | তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি জুলাই ২৪, ২০২৫, ০৮:০৭ পিএম কিশোরগঞ্জে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন জেলা যুবদল নেতা

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় শারীরিক প্রতিবন্ধীর ট্রাক্টর ভাড়া নিয়ে ফেরত না দেয়ার অভিযোগকে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন জেলা যুবদল নেতা নুরুল ইসলাম বুলবুল। তিনি বলেন, আমার পাওনা ১৭ লাখ টাকা এবং সরাজ ট্রাক্টর গাড়িটি আত্মসাত করার উদ্দেশ্যেই সংবাদ সম্মেলন করে বিভিন্ন অভিযোগ করেন মজিবুর রহমান নজরুল।


বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে কিশোরগঞ্জ জেলা শহরের গৌরাঙ্গবাজারে একটি অনলাইন নিউজ পোর্টাল কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব কথা বলেন জেলা যুবদল সদস্য নুরুল ইসলাম বুলবুল। নুরুল ইসলাম বুলবুল পাকুন্দিয়া উপজেলার চণ্ডিপাশা গ্রামের মৃত ইছমাইলের ছেলে।


যুবদল নেতা বুলবুল অভিযোগ করে বলেন, নজরুল আর আমি অংশীদারি ব্যবসায় করতাম। একসময় নজরুলের কাছ থেকে ১৭ লাখ টাকা পাওনা হয়। এ নিয়ে পাকুন্দিয়া বাজার বনিক সমিতিতে একাধিকবার দরবার হয়। এতে টাকা পরিশোধের আশ্বাস দেন নজরুল। কিন্তু দুই বছর হয়ে গেলেও সে আমার পাওনা টাকা পরিশোধ করেনি।


যুবদল নেতা বলেন, লাল রঙয়ের সরাজ ট্রাক্টরটি কিস্তিতে ক্রয় করি। কিস্তির টাকা সম্পূর্ণ পরিশোধ করা এবং গাড়ির সমস্ত কাগজপত্রও আমার নামে। ট্রাক্টরটি নজরুল তাঁর ইটখোলায় ব্যবহার করার জন্য ভাড়া নেন। ভাড়া দেয়া বন্ধ করে দেয়ায় আলোচনা সাপেক্ষে দুই বছর আগে গাড়িটি ফেরত নিয়ে আসি। কথা ছিলো ১ বছরের মধ্যে আমার পাওনা টাকা পরিশোধ করবে। কিন্তু আজও সে আমার টাকা পরিশোধ করেনি।


মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে মেরে ফেলার অভিযোগের বিষয়ে যুবদল নেতা বলেন, নজরুলের বাড়ি পৌর শহরে আর আমার ইউনিয়নে। আমি ইউনিয়ন থেকে শহরে আসি। আমি কখনোই তাকে এসব বলিনি। এমন কোনো ঘটনাই ঘটেনি। টাকা আত্মসাৎ করতেই এসব পরিকল্পনা করে নজরুল।


বুলবুল কান্না করে বলেন, ১৭ লাখ টাকা আত্মসাতের জন্য নজরুল সংবাদ সম্মেলন করে। আমি আপনাদের মাধ্যমে সরকারের কাছে বিচার প্রার্থী ও ১৭ লাখ টাকা পরিশোধের জোর দাবি জানাচ্ছি। অন্যথায় সংবাদ সম্মেলন করায় নজরুলের বিরুদ্ধে আমি আইনি পদক্ষেপ নিব। আমি এ বিষয়ে আমার নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করছি।


এর আগে বুধবার (২৩ জুলাই) দুপুরে একই স্থানে সংবাদ সম্মেলন করে ট্রাক্টর ভাড়া নিয়ে আত্মসাত ও ট্রাক্টরটি ফেরত চাইলে মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে মেরে ফেলার হুমকি দেয়ার অভিযোগ করেন শারীরিক প্রতিবন্ধী মজিবুর রহমান নজরুল।


কালের সমাজ//র.ন

Side banner
Link copied!