ঢাকা বুধবার, ১৩ আগস্ট, ২০২৫, ২৮ শ্রাবণ ১৪৩২

সিরাজগঞ্জে রবীন্দ্রনাথ দিবসে সরকারি কর্মসূচির অভাব, ব্যক্তিগত উদ্যোগে স্মরণ

কালের সমাজ | জলিলুর রহমান জনি, সিরাজগঞ্জ প্রতিনিধি আগস্ট ৯, ২০২৫, ০৩:৪০ পিএম সিরাজগঞ্জে রবীন্দ্রনাথ দিবসে সরকারি কর্মসূচির অভাব, ব্যক্তিগত উদ্যোগে স্মরণ

রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৪তম মহাপ্রয়াণ দিবস পালন উপলক্ষে গত (৬ আগস্ট) শাহজাদপুরের রবীন্দ্র কাচারি বাড়িতে ছিল সুনসান নীরবতা। সরকারি উদ্যোগে কোনো অনুষ্ঠান না থাকলেও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয় নিজস্ব উদ্যোগে দিবসটি পালন করেছে।

এ বিষয়ে রবীন্দ্র কাচারি বাড়ির কাস্টোডিয়ান শাওলী তালুকদার জানান, সাংস্কৃতিক মন্ত্রণালয় বা প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের কোনো নির্দেশনা না থাকায় সরকারি কোনো কর্মসূচি গ্রহণ করা হয়নি। তবে, ব্যক্তিগত ও সাংস্কৃতিক সংগঠনগুলো নিজেদের উদ্যোগে অনুষ্ঠান পালন করেছে।

শাহজাদপুরের রবীন্দ্র বিশ্ববিদ্যালয় এদিন বিশ্বকবির স্মরণে বিশেষ কর্মসূচি গ্রহণ করে।

সকালে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩ এ স্থাপিত রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন উপাচার্য প্রফেসর ড. এস এম হাসান তালুকদার। তার সাথে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া, ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমদ, প্রক্টর (ভারপ্রাপ্ত) নজরুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

উপাচার্য ড. হাসান তালুকদার বলেন, ‍‍`রবীন্দ্রনাথ ঠাকুর কেবল বাংলাদেশ বা ভারতের নয়, বরং সারা বিশ্বের জন্য পূজনীয় ব্যক্তিত্ব। তার সৃষ্টিকর্ম, চিন্তা ও দর্শনের আলোকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। কবির প্রয়াণ দিবসে আমরা তাকে গভীর শ্রদ্ধায় স্মরণ করছি।‍‍`

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা বিশ্বকবির সৃষ্টিকর্ম ও দর্শনকে তুলে ধরে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। এছাড়াও স্থানীয় সাংস্কৃতিক সংগঠনগুলো আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বকবির স্মরণে দিবসটি পালন করে।

বিশ্বকবির মহাপ্রয়াণ দিবসে সরকারি উদ্যোগের অভাব থাকলেও ব্যক্তিগত ও সাংস্কৃতিক সংগঠনগুলো তাদের নিজেদের প্রচেষ্টায় তাকে স্মরণ করে। এই ধরনের উদ্যোগগুলো রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তা ও দর্শনকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে কাজ করে। ভবিষ্যতে সরকারি উদ্যোগে এই ধরনের দিবসগুলো পালনের গুরুত্ব অপরিসীম।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!