ফরিদপুরের সদরপুরে গাজীপুরে কর্মরত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক আসাদুজ্জামান তুহিন-কে নৃশংসভাবে হত্যার বিচারের দাবিতে মানববদ্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সদরপুর সাংবাদিক সমাজের ব্যানারে আয়োজিত মানববন্ধনে সদরপুর উপজেলায় কর্মরত সবগুলো প্রেসক্লাবের সাংবাদিকরা অংশ নেন।
শনিবার (৯ আগস্ট ২০২৫) দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে আয়োজিত মানববদ্ধন ও প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন সদরপুর প্রেসক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান। সঞ্চালনা করেন সাংবাদিক শেখ সোবাহান।
প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন, ডিবিসি টিভির ফরিদপুর জেলা প্রতিনিধি মাহবুবুল ইসলাম পিকুল, মোহনা টিভির জেলা প্রতিনিধি ও দৈনিক গণসংহতি সম্পাদক আশিষ পোদ্দার বিমান, স্থানীয় সাংবাদিক, সাব্বির হাসান, আবুল বাশার মিয়া, শিমুল তালুকদার, নুরুল ইসলাম, প্রভাত কুমার সাহা, সাইদুর রহমান লাভলু, কবির হোসাইন, এম এম শাহজাহান বাকি, আবু বকর তালুকদার, এস এম আলমগীর হোসেন, মো: রোকনুজ্জামান, রাকিবুল ইসলাম, রাণা অর্নব, তানভীর তুহিন,বিল্লাল হোসেন টিটু, ওয়াজেদ আলী, ইদ্রিস আলী জমাদার, মুফতী মুহাম্মাদ জাকির হুসাইন ফরিদী, মিজানুর রহমান, আনোয়ার হোসেন, মো: মামুনুর রশীদ,রাজিব হোসাইন প্রমুখ।
সভায় বক্তারা নিহত সাংবাদিক আছাদুজ্জামান হত্যার দ্রুত বিচার, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা, সারাদেশের কর্মরত সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমান ও ভবিষ্যৎ সরকারের প্রতি আহবান জানান।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :