সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচিত গৃহবধূ রিনা খাতুন (৪০) হত্যার দুই সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এতে হতাশ ও ক্ষুব্ধ নিহতের স্বজনরা দ্রুত বিচার দাবি করেছেন।
ঘটনাটি ঘটেছে গত ২৩ জুলাই উল্লাপাড়া উপজেলার পশ্চিম মহেশপুর গ্রামে। ওইদিন আসাদুল মন্ডলের স্ত্রী রিনা খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের পরিবারের অভিযোগ, রিনাকে পিটিয়ে গুরুতর আহত করার পর শ্বাসরোধে হত্যা করা হয় এবং পরে ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়।
এ ঘটনায় রিনার বড় ভাই আছাদুল আকন্দ পরদিন (২৪ জুলাই) উল্লাপাড়া মডেল থানায় আসাদুল মন্ডলসহ সাতজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলার অন্য আসামিরা হলেন—শহিদুল মন্ডল (৫৫), জলিল মন্ডল (৫৮), জিহানুর বেগম (৫০), জেলহক (৩২), রাকিব (২০) ও মেরজাহান (৫৫)।
আছাদুল আকন্দ জানান, প্রায় ২৫-২৬ বছর আগে রিনার বিয়ে হয় আসাদুল মন্ডলের সঙ্গে। প্রথমদিকে সংসার ভালো চললেও দশ বছর পর আসাদুল কর্মে বিমুখ হয়ে খারাপ সঙ্গ নিতে শুরু করেন। সম্প্রতি পারিবারিক জমি বিক্রি নিয়ে বিরোধের জেরে আসাদুল ক্ষিপ্ত হয়ে রিনাকে হত্যা করেন বলে অভিযোগ।
মামলার তদন্ত কর্মকর্তা উল্লাপাড়া মডেল থানার ওসি মো. নিয়ামুল হক বলেন, “নিহতের পোস্টমর্টেম রিপোর্ট এখনো পাওয়া যায়নি। তবে প্রধান আসামিসহ সকলকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।”
উল্লাপাড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আসাদুজ্জামান শাকিল জানান, “মামলাটি হত্যা না আত্মহত্যা—এ বিষয়ে পুলিশ অধিকতর তদন্ত করছে এবং জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছে।”
এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয়রা নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। নিহতের পরিবার দ্রুত আসামিদের গ্রেপ্তার ও বিচার দাবি করেছে। ঘটনাটি নারীর নিরাপত্তা ও ন্যায়বিচার নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :