ঢাকা মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫, ২৮ শ্রাবণ ১৪৩২

চট্টগ্রাম বন্দরে ব্রাজিল থেকে আসা কনটেইনারে তেজস্ক্রিয়তা শনাক্ত

কালের সমাজ | চট্টগ্রাম জেলা প্রতিনিধি আগস্ট ১০, ২০২৫, ১১:৫০ এএম চট্টগ্রাম বন্দরে ব্রাজিল থেকে আসা কনটেইনারে তেজস্ক্রিয়তা শনাক্ত

ব্রাজিল থেকে চট্টগ্রাম বন্দরে আসা একটি কনটেইনারে তেজস্ক্রিয়তার সন্ধান পাওয়া গেছে। মেগাপোর্ট ইনিশিয়েটিভ রেডিয়েশন ডিটেকটিভ সিস্টেমের মাধ্যমে তেজস্ক্রিয়তা শনাক্ত হওয়ার পর কাস্টমস কর্তৃপক্ষ কনটেইনারটির খালাস স্থগিত করে এবং সতর্কতার স্বার্থে আলাদা জায়গায় রাখা হয়েছে।

তেজস্ক্রিয়তা পাওয়া ওই কনটেইনারে পুরোনো লোহার টুকরা বা স্ক্র্যাপ রয়েছে। মেগাপোর্ট ইনিশিয়েটিভের প্রাথমিক ও দ্বিতীয় পর্যায়ের পরীক্ষায় কনটেইনারের ভিতরে তিন ধরনের রেডিওনিউক্লাইড আইসোটোপ শনাক্ত হয়েছে, যেগুলো হলো: থোরিয়াম-২৩২, রেডিয়াম-২২৬ এবং ইরিডিয়াম-১৯২।

কাস্টমস কর্মকর্তা জানান, প্রাথমিক পরীক্ষায় তেজস্ক্রিয়তার মাত্রা প্রায় এক মাইক্রোসিয়েভার্টস, যা উচ্চমাত্রার নয়। তবে লোহার টুকরা ও কনটেইনারের কারণে সঠিক মাত্রা নির্ণয় কঠিন।

চট্টগ্রাম কাস্টমসের নথি অনুযায়ী, ঢাকার ডেমরার একটি রড প্রস্তুতকারক কারখানা ব্রাজিল থেকে পাঁচটি কনটেইনারে ১৩৫ টন স্ক্র্যাপ আমদানি করেছে। তেজস্ক্রিয়তা সংকেত পাওয়া কনটেইনারটি ওই পাঁচটির মধ্যে একটি। ৩ আগস্ট বন্দরের জিসিবি টার্মিনালের ৯ নম্বর জেটিতে কনটেইনারটি পৌঁছায়। ৬ আগস্ট বন্দরের ৪ নম্বর ফটক দিয়ে খালাস নেওয়ার সময় মেগাপোর্টের যন্ত্র তেজস্ক্রিয়তা সংকেত দেয়।

চট্টগ্রাম কাস্টমসের যুগ্ম কমিশনার মোহাম্মদ মারুফুর রহমান জানান, সতর্ক সংকেত পাওয়ার পর কনটেইনারটি আলাদা স্থানে রাখা হয়েছে এবং পরমাণু শক্তি কমিশনকে বিষয়টি অবহিত করা হয়েছে। শীঘ্রই বিজ্ঞানীরা এসে সরেজমিন তেজস্ক্রিয়তা পরীক্ষা করবেন এবং পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

তেজস্ক্রিয় উৎস চিকিৎসা, শিল্প, গবেষণা ইত্যাদি কাজে ব্যবহৃত হয়। এই উৎসগুলো নিরাপদে বায়ুরোধী পাত্রে সংরক্ষণ করা হয় যাতে দূষণ না ঘটে। তবে অসতর্কতা বা দুর্ঘটনার কারণে তেজস্ক্রিয় উৎস বাহিরে চলে আসলে তা মানবস্বাস্থ্য ও পরিবেশের জন্য ঝুঁকি তৈরি করে।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!