ঢাকা মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫, ২৮ শ্রাবণ ১৪৩২

ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়ক অবরোধ, শিক্ষার্থীদের বিক্ষোভ

কালের সমাজ | সিরাজগঞ্জ প্রতিনিধি আগস্ট ১০, ২০২৫, ১১:৫৮ এএম ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়ক অবরোধ, শিক্ষার্থীদের বিক্ষোভ

সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ডিপিপি অনুমোদনে সরকারের পক্ষ থেকে ইতিবাচক সাড়া না পাওয়ায় শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেছেন। রোববার (১০ আগস্ট) সকাল ১১টা থেকে সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর এলাকায় ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কের বিভিন্ন লেন অবরোধ করে তারা নিজেদের দাবি জানান।

এই অবরোধের কারণে ঢাকা-রাজশাহী, ঢাকা-পাবনা ও ঢাকা-রংপুর সড়ক যানবাহনের জন্য বন্ধ রয়েছে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুর রউফ কালবেলা জানান, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হাটিকুমরুল গোলচত্বরের ধোপাকান্দি এলাকায় ঢাকামুখী ও উত্তরবঙ্গগামী লেন বন্ধ করে বিক্ষোভ করছেন।

এ ঘটনায় সড়কে যান চলাচল বন্ধ থাকায় যাত্রী ও পরিবহনে দুর্ভোগ সৃষ্টি হয়েছে।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!