সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ডিপিপি অনুমোদনে সরকারের পক্ষ থেকে ইতিবাচক সাড়া না পাওয়ায় শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেছেন। রোববার (১০ আগস্ট) সকাল ১১টা থেকে সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর এলাকায় ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কের বিভিন্ন লেন অবরোধ করে তারা নিজেদের দাবি জানান।
এই অবরোধের কারণে ঢাকা-রাজশাহী, ঢাকা-পাবনা ও ঢাকা-রংপুর সড়ক যানবাহনের জন্য বন্ধ রয়েছে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুর রউফ কালবেলা জানান, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হাটিকুমরুল গোলচত্বরের ধোপাকান্দি এলাকায় ঢাকামুখী ও উত্তরবঙ্গগামী লেন বন্ধ করে বিক্ষোভ করছেন।
এ ঘটনায় সড়কে যান চলাচল বন্ধ থাকায় যাত্রী ও পরিবহনে দুর্ভোগ সৃষ্টি হয়েছে।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :