সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা দিবস উদযাপন উপলক্ষ্যে ম্যারাথন দৌড়, কিশোরীদের সাইকেল র্যালি, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং উন্নয়ন মেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ আগস্ট) দিন ব্যাপী এ আয়োজন করে আরচেস। এতে আর্থিক ও কারিগরি সহায়তা করে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)।
সমৃদ্ধি কর্মসূচীর আওতায় উপজেলা পরিষদ মাঠে ক্রীড়া প্রতিযোগিতা ও উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে সকালে অনুষ্ঠানের উদ্বোধন করেন কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেওয়ান আকরামুল হক।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এসোসিয়েশন ফর রিনোভেশন অফ কমিউনিটি হেল্থ অ্যাডুকেশন সার্ভিসেস (আরচেস) এর নির্বাহী পরিচালক জনাব আবিদা সুলতানা। উদ্বোধন কালে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম, উপপরিদর্শক মেহেদী হাসানসহ আরচেস কাজিপুরের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ ও সুবিধাভোগীরা।
আরচেস এর সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী আব্দুর রাজ্জাকের সার্বিক পরিচালনায় উপজেলা পরিষদ থেকে বের হয়ে ম্যারাথন দৌঁড় কাজীপুর পৌরসভা চৌরাস্তা প্রদক্ষিণ করে কাজীপুর উপজেলা চত্বরে এসে সমবেত হয়, পরে উপজেলা পরিষদ মাঠে কিশোরীদের সাইকেল প্রতিযোগিতা, শিশু, কিশোর কিশোরী, যুব এবং প্রবীণদের বিভিন্ন ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে পরিষদ অডিটোরিয়ামে নৃত্য পরিবেশন, সংগীত পরিবেশন, কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কর্মরত এলাকার প্রবীন, যুব ও যুব নারীদের সন্মাননা প্রদান করা হয়। এছাড়া উদযাপন উপলক্ষ্যে বিভিন্ন স্টল প্রদর্শিত হয়। পরে অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এ সময় সমৃদ্ধি কর্মসূচি উপজেলা সহসমন্বয় কারী সাথী খাতুনসহ সকল কর্মকর্তা, কর্মসূচীর শিক্ষাসহায়তা কেন্দ্রের শিক্ষক, ছাত্র-ছাত্রী অভিভাবক, উন্নয়নে যুব সমাজের সদস্যবৃন্দ, স্বাস্থ্য পরিদর্শক, প্রবীণ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :