ঢাকা মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫, ২৮ শ্রাবণ ১৪৩২

ভোমরা স্থলবন্দর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ

কালের সমাজ | সাতক্ষীরা প্রতিনিধি আগস্ট ১০, ২০২৫, ১২:১০ পিএম ভোমরা স্থলবন্দর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ

ভোমরা স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন (রেজি: নং ১১৫৫) ও ভোমরা স্থলবন্দর গোডাউন হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন (রেজি: নং ১১৫৯) এর নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বিকালে অনুষ্ঠিত শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার ও ৭ নং আলিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রউফ সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভোমরা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা মো: হাবিবুর রহমান হবি, ভোমরা সি এন্ড এফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি মো: আবু হাসান, সাধারণ সম্পাদক ও সহকারী নির্বাচন কমিশনার আবু মুসা, সহকারী নির্বাচন কমিশনার মোঃ আসাদুর রহমান, ভোমরা সি এন্ড এফ এজেন্ট কর্মচারী এসোসিয়েশন সভাপতি ও সহকারী নির্বাচন কমিশনার পরিতোষ ঘোষ, ভোমরা স্থলবন্দর ট্রান্সপোর্ট মালিক বহুমুখী সমবায় সমিতির সভাপতি মো: রেজাউল ইসলাম, ভোমরা স্থলবন্দর ট্রান্সপোর্ট মালিক সমবায় সমিতির সভাপতি লুৎফর রহমান মন্টু এবং ভোমরা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো: নিজামউদ্দিন নিজাম প্রমুখ।

উল্লেখ্য, গত ২ আগস্ট উৎসবমুখর পরিবেশে ভোমরা স্থলবন্দরের দুটি হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের ২০২৫ সালের ত্রি-বার্ষিক নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!