ঢাকা মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫, ২৮ শ্রাবণ ১৪৩২

সদরপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

কালের সমাজ | সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি আগস্ট ১০, ২০২৫, ০২:১৪ পিএম সদরপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

ফরিদপুরের সদরপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নাজিম মোস্তফা নোবেল মুন (২৬) নিহত হয়েছেন। রোববার (১০ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত নাজিম সদরপুরের সদর ইউনিয়নের সতেররশি গ্রামের গোলাম মোস্তফার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৯ আগস্ট রাত ১০টার দিকে ভাঙ্গা উপজেলার ডাক্তার বাজার এলাকায় একটি বাইসাইকেল ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এসময় মোটরসাইকেল চালক নাজিম মোস্তফা দুর্ঘটনা এড়াতে সজোরে ব্রেক কষলে মোটরসাইকেলটি উল্টে গিয়ে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে আটরশি হাসপাতালে নিয়ে গেলে অবস্থা খারাপ হওয়ায় পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

নাজিম মোস্তফা নোবেল মুন সপ্তাহ খানেক আগে বিয়ে করেছিলেন। মেহেদির রং শুকানোর আগেই এ দুর্ঘটনায় তিনি প্রাণ হারান। এই মৃত্যুতে তার পরিবার ও স্থানীয় সমাজে শোকের ছায়া নেমে এসেছে।

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুকদেব রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!