সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া দেওয়াকে কেন্দ্র করে ভারত ও বাংলাদেশের মধ্যে সাম্প্রতিক সময়ে উত্তেজনা দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে বাংলাদেশ সরকার ঢাকায় ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে। এর প্রতিক্রিয়ায় দিল্লি বাংলাদেশের ডেপুটি হাইকমিশনারকে ডেকে পাঠায়।
আজ শুক্রবার (১৭ জানুয়ারি) সাপ্তাহিক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল সীমান্ত পরিস্থিতি ও বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে কথা বলেন। তিনি বলেন, "বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্কের বিষয়ে আমরা একাধিকবার আমাদের অবস্থান স্পষ্ট করেছি। সম্প্রতি আমাদের পররাষ্ট্র সচিব ঢাকায় সফর করেছেন এবং বাংলাদেশকে জানিয়েছে, আমরা ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চাই। আমাদের লক্ষ্য দুই দেশের জনগণের কল্যাণে কাজ করা। এই ইতিবাচক মনোভাব আমাদের নীতিতে অব্যাহত থাকবে।"
অপরদিকে সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে এই কূটনীতিক বলেছেন, “আমরা আমাদের অবস্থান স্পষ্ট করেছি। আমরা বাংলাদেশের ডেপুটি হাইকমিশনারকে তলব করে সীমান্ত বেড়া নিয় আমাদের অবস্থান খুবই স্পষ্টভাবে জানিয়েছি। আমরা বাংলাদেশি বন্ধুদের সঙ্গে যা বলেছি তা আবারও বলছি, আন্তঃসীমান্ত অপরাধমূলক কার্যক্রম, পাচার, কাঁটাতারের বেড়া, লাইট ও প্রযুক্তিগত ডিভাইস স্থাপন এবং গবাদি পশুর বেড়া নির্মাণ করে অপরাধমুক্ত সীমান্ত চাই আমরা। এ ব্যাপারে আমরা বদ্ধপরিকর।”
পশ্চিমবঙ্গের মালদা ও বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী অঞ্চলে এ মাসের শুরুতে কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু করে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এতে বাধা দেয় বিজিবি। এরপর থেকে ভারত সীমান্তে বেড়া নির্মাণ বন্ধ রেখেছে। ভারত দাবি করছে, তারা চুক্তি অনুযায়ী বেড়া তৈরি করছে। তবে ঢাকা জানিয়েছে, সাবেক সরকারের আমলে হওয়া এ চুক্তি পর্যালোচনা করা হবে।
সূত্র: এএনআই
এ.জে

                                                
            
         
                    
                    
                    
                    
                    
                    
                    
                    
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
          
আপনার মতামত লিখুন :