যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের লাস ক্রুসেস শহরের ইয়ং পার্কে বন্দুকযুদ্ধে তিনজন নিহত হয়েছেন এবং ১৫ জন আহত হয়েছেন।
স্থানীয় সময় শুক্রবার (২১ মার্চ) রাত ১২টার দিকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় এই রাজ্যে অবৈধ গাড়ি প্রদর্শনীর সময় প্রতিদ্বন্দ্বী দুই দলের মধ্যে সংঘর্ষের পর এ ঘটনা ঘটে। বিষয়টি বিবিসির এক প্রতিবেদনে প্রকাশিত হয়েছে।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, গুলির ঘটনায় ১৯ বছর বয়সী দু’জন পুরুষ এবং ১৬ বছর বয়সী একজন কিশোর নিহত হয়েছে। এ ছাড়া ১৬ থেকে ৩৬ বছর বয়সী ১৫ জন আহত হয়েছে। তবে, এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।
দুই কিশোর গ্রুপের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে গুলিবিনিময় হলে এই হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। তাদের নাম এখনও প্রকাশ করা হয়নি। পুলিশ বলছে, ঘটনাস্থলে প্রায় ৫০-৬০টি বন্দুকের খোসা পাওয়া গেছে। স্থানীয় প্রশাসনের পাশাপাশি এফবিআই তদন্তে কাজ করছে।
দমকলবাহিনীর প্রধান মাইকেল ড্যানিয়েলস বলেন, উন্নত চিকিৎসার জন্য সাতজন রোগীকে নিকটবর্তী টেক্সাসের এল পাসোতে পাঠানো হয়েছে, যা নিউ মেক্সিকো সীমান্তের ঠিক ওপারে অবস্থিত।
এ ঘটনায় যুক্তরাষ্ট্রে অবাধে অস্ত্র বহনের বৈধতা নিয়ে সমালোচনার সৃষ্টি হয়েছে। কর্তৃপক্ষ শুক্রবারের গুলিবর্ষণে ব্যবহৃত বন্দুকের আইনি অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি।
কালের সমাজ// এ.জে

                                                
            
         
                    
                    
                    
                    
                    
                    
                    
                    
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
          
আপনার মতামত লিখুন :