ঢাকা বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২

এবার পাকিস্তানিদের সব ধরনের ভিসা স্থগিত করল ভারত

আন্তর্জাতিক ডেস্ক এপ্রিল ২৪, ২০২৫, ০৫:৫১ পিএম এবার পাকিস্তানিদের সব ধরনের ভিসা স্থগিত করল ভারত

কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনায় পাকিস্তানের বিরুদ্ধে কড়াকড়ি পদক্ষেপ নিয়েছে ভারত। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, পাকিস্তানি নাগরিকদের জন্য সব ধরনের ভারতীয় ভিসা পরিষেবা স্থগিত করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, পূর্বে দেওয়া সব বৈধ ভিসাও ২৭ এপ্রিল থেকে বাতিল হবে। মেডিকেল ভিসাগুলো বৈধ থাকবে ২৯ এপ্রিল পর্যন্ত। ভারতে অবস্থানরত পাকিস্তানি নাগরিকদের এই সময়সীমার মধ্যেই দেশটি ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে।

ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, ভিসা বাতিলের পাশাপাশি ভারতীয় নাগরিকদের পাকিস্তান ভ্রমণ এড়াতে এবং পাকিস্তানে অবস্থানরতদের দ্রুত দেশে ফেরার পরামর্শ দিয়েছে নয়াদিল্লি।

এ পদক্ষেপের পাশাপাশি ভারত ইতোমধ্যে সিন্ধু পানি চুক্তি স্থগিত, সীমান্ত বন্ধ, পাকিস্তানি কূটনীতিক বহিষ্কারসহ আরও কয়েকটি কূটনৈতিক ও নিরাপত্তামূলক পদক্ষেপ নিয়েছে।

পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তানও বৃহস্পতিবার একটি জরুরি নিরাপত্তা বৈঠকে বসে এবং ভারতের বিরুদ্ধে কঠোর জবাবের ইঙ্গিত দেয়।

 

কালের সমাজ//এ.স//এ.জে
 

Side banner
Link copied!