ঢাকা মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ৩০ পৌষ ১৪৩২
ইরানের সর্বোচ্চ নেতা

সরকারপন্থী মিছিল যুক্তরাষ্ট্রের জন্য স্পষ্ট সতর্কবার্তা

কালের সমাজ ডেস্ক | জানুয়ারি ১৩, ২০২৬, ০২:৩২ পিএম সরকারপন্থী মিছিল যুক্তরাষ্ট্রের জন্য স্পষ্ট সতর্কবার্তা

দেশজুড়ে হওয়া সরকারপন্থী মিছিলে অংশ নেওয়া মানুষদের অভিনন্দন জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি বলেছেন, এই মিছিল আমেরিকার জন্য একটি স্পষ্ট সতর্কবার্তা।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া একাধিক পোস্টে খামেনি সরকারপন্থী বিক্ষোভকারীদের ছবি শেয়ার করেন। তিনি বলেন, ‘তারা খুব ভালো কাজ করেছে’ এবং ‘বিদেশি শত্রুদের সেই পরিকল্পনাকে ব্যর্থ করে দিয়েছে, যা দেশের ভেতরের বিশ্বাসঘাতক দালালদের দিয়ে বাস্তবায়ন করার কথা ছিল’।

খামেনি আরও বলেন, ‘ইরানের মহান জাতি তাদের দৃঢ়তা ও পরিচয় শত্রুদের সামনে তুলে ধরেছে।’ তিনি যোগ করেন, ‘এটি ছিল আমেরিকান রাজনীতিকদের জন্য একটি সতর্কবার্তা, যেন তারা প্রতারণা বন্ধ করে এবং বিশ্বাসঘাতক দালালদের ওপর ভরসা না করে।’

এদিকে বৃহস্পতিবার রাতের তুলনায় সরকারবিরোধী বিক্ষোভ এখন অনেকটাই কমে এসেছে। রাজধানী তেহরানসহ বড় ও ছোট শহরে শত শত হাজার মানুষ সরকারপন্থী মিছিলে অংশ নেয়।

তেহরান থেকে সাংবাদিক তোহিদ আসাদি জানান, অনেকে সংহতি ও ঐক্যের ডাকের জবাবে রাস্তায় নেমেছেন। তিনি বলেন, এই উপস্থিতি আন্তর্জাতিক পর্যায়েও একটি বার্তা দিয়েছে। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকির প্রেক্ষাপটে বিষয়টি গুরুত্ব পাচ্ছে।

আসাদি বলেন, ‘আজ মানুষের উপস্থিতি দেশের ভেতরে ও বাইরে রাষ্ট্রের প্রতি সমর্থনের একটি স্পষ্ট ইঙ্গিত।’ তিনি আরও বলেন, এতে করে নিরাপত্তা জোরদারের বিষয়ে সরকার আরও কঠোর হতে পারে বলে মনে করছেন অনেকে। বিশেষ করে যেসব বিক্ষোভ পরে সহিংস হয়ে ওঠে, সেগুলোর ক্ষেত্রে।

কালের সমাজ/এসআর

Side banner
Link copied!