চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তনে দেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট অফ লিটারেচার (ডি.লিট) ডিগ্রি প্রদান করা হয়েছে।
বুধবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত সমাবর্তন অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ইউনূস।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানান, শিক্ষাক্ষেত্র, সামাজিক উন্নয়ন ও মানবকল্যাণে অবদানের স্বীকৃতি হিসেবে এই ডিগ্রি প্রদান করা হয়েছে।
ডিগ্রি গ্রহণের পর অধ্যাপক ইউনূস বলেন, “এই সম্মান শুধু আমার জন্য নয়, দেশের মানুষের জন্যও একটি স্বীকৃতি। শিক্ষা, মানবতা ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আমরা একসঙ্গে কাজ করে যাবো।”
উল্লেখ্য, এটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ সমাবর্তন হিসেবে বিবেচিত হচ্ছে।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :