ঢাকা বুধবার, ২৩ জুলাই, ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

বেবিচকের ফ্লাইট নিরাপত্তা বিভাগের পরিচালক আহসান হাবীব প্রত্যাহার

কালের সমাজ | নিজস্ব প্রতিবেদক জুলাই ২৩, ২০২৫, ০২:০০ পিএম বেবিচকের ফ্লাইট নিরাপত্তা বিভাগের পরিচালক আহসান হাবীব প্রত্যাহার

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) ফ্লাইট সেফটি অ্যান্ড রেগুলেশন বিভাগের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. আহসান হাবীবকে দায়িত্ব থেকে সরিয়ে বিমান বাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে।


মঙ্গলবার (২২ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।


প্রজ্ঞাপনে বলা হয়, আহসান হাবীবকে তার বর্তমান পদ থেকে প্রত্যাহার করে সশস্ত্র বাহিনী বিভাগে তাঁর চাকরি পুনঃনিয়োজিত করা হয়েছে।


এর পাশাপাশি বাংলাদেশ বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন মো. মনিরুল ইসলামকে নতুন পরিচালক হিসেবে বেবিচকের ফ্লাইট সেফটি অ্যান্ড রেগুলেশন বিভাগে নিয়োগ দেওয়া হয়েছে। তার চাকরি এখন থেকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অধীনে ন্যস্ত থাকবে।


কালের সমাজ//র.ন

Side banner
Link copied!