ঢাকা সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২

নির্বাচন করার ঘোষণা দিলেন উপদেষ্টা আসিফ

নিজস্ব প্রতিবেদক | নভেম্বর ১০, ২০২৫, ১০:৫৯ এএম নির্বাচন করার ঘোষণা দিলেন উপদেষ্টা আসিফ

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ঘোষণা দিয়েছেন যে, তিনি আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নেবেন। তবে এখনো কোনো রাজনৈতিক দলে যোগ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেননি।

রোববার (৯ নভেম্বর) রাজধানীর ধানমন্ডি নির্বাচন অফিসে ঢাকা-১০ আসনের ভোটার হওয়ার আবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

আসিফ মাহমুদ বলেন, “আমি নিশ্চিতভাবে নির্বাচন করব। আপাতত স্বতন্ত্র প্রার্থী হিসেবেই প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা রয়েছে।”

দলীয় প্রার্থীতা নিয়ে প্রশ্নে তিনি বলেন, “কোনো দলের সঙ্গে এখনো আলোচনায় বসিনি। ভবিষ্যতে কী হবে, সময়ই তা বলবে।”

ধানমন্ডিতে ভোটার হওয়ার বিষয়ে উপদেষ্টা আসিফ বলেন, “দুইবার ভোট দিতে পারিনি। এবার ধানমন্ডিতেই থাকার ইচ্ছা থেকে এ এলাকার ভোটার হচ্ছি।”

তিনি আরও জানান, সরকার থেকে পদত্যাগের পরই নির্বাচন করবেন। তবে পদত্যাগের সময় সম্পর্কে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি; বিষয়টি সরকারের উচ্চপর্যায়ের সঙ্গে আলোচনা করে জানানো হবে।

এদিকে ঢাকা-১০ আসনে এখনো বিএনপি প্রার্থী ঘোষণা করেনি। অন্যদিকে জামায়াত ইতোমধ্যে এই আসনে সুপ্রিম কোর্টের আইনজীবী জসীম উদ্দিন সরকারকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে।

 

কালের সমাজ/ সাএ

Side banner
Link copied!