ঢাকা শুক্রবার, ০৩ অক্টোবর, ২০২৫, ১৭ আশ্বিন ১৪৩২

বেসরকারি ব্যবস্থাপনায় হজের বিশেষ প্যাকেজ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক | সেপ্টেম্বর ৩০, ২০২৫, ০১:০১ পিএম বেসরকারি ব্যবস্থাপনায় হজের বিশেষ প্যাকেজ ঘোষণা

বেসরকারি ব্যবস্থাপনায় হজের জন্য নতুন বিশেষ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এই ঘোষণায় বিভিন্ন ধরনের হজ প্যাকেজের দাম বৃদ্ধি পেয়েছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে ঘোষণা করা তথ্যমতে, বিশেষ হজ প্যাকেজের দাম আগের চেয়ে ৫১ হাজার টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ৭ লাখ ৫০ হাজার টাকা। সাধারণ হজ প্যাকেজ ২৭ হাজার টাকা বৃদ্ধি পেয়ে ৫ লাখ ৫০ হাজার টাকা এবং সাশ্রয়ী হজ প্যাকেজের খরচ নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ১০ হাজার টাকা।

এর আগে, রোববার (২৮ সেপ্টেম্বর) সরকারি ব্যবস্থাপনায় তিনটি হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছিল। সরকারি প্যাকেজ-১ (বিশেষ) এর খরচ ছিল ৬ লাখ ৯০ হাজার ৫৯৭ টাকা, প্যাকেজ-২ এর খরচ ৫ লাখ ৫৮ হাজার ৮৮১ টাকা এবং প্যাকেজ-৩ এর খরচ ৪ লাখ ৬৭ হাজার ১৬৭ টাকা।

কালের সমাজ // র.ন

Side banner
Link copied!