ঢাকা সোমবার, ২০ অক্টোবর, ২০২৫, ৫ কার্তিক ১৪৩২

টেলিটকে ডিসেম্বরের মধ্যে আরও ১ হাজার নতুন টাওয়ার চালু

তথ্যপ্রযুক্তি ডেস্ক | সেপ্টেম্বর ২৯, ২০২৫, ১১:২১ এএম টেলিটকে ডিসেম্বরের মধ্যে আরও ১ হাজার নতুন টাওয়ার চালু

রাষ্ট্রীয় মোবাইল ফোন অপারেটর টেলিটক দেশের যোগাযোগ অবকাঠামো সম্প্রসারণের উদ্যোগে আরও এক হাজার নতুন টাওয়ার যুক্ত করতে যাচ্ছে। এসব টাওয়ার চলতি বছরের ডিসেম্বরের মধ্যে সচল করা হবে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টে প্রধান উপদেষ্টা (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী) ফয়েজ আহমদ তৈয়্যব এ তথ্য জানিয়েছেন।

ফয়েজ আহমদ তৈয়্যব পোস্টে জানান, “দায়িত্ব গ্রহণের সময় সারাদেশে চার হাজারের কম ফোরজি টাওয়ার ছিল। বর্তমানে এই সংখ্যা বেড়ে ৪ হাজার ৭৬০। ডিসেম্বরের মধ্যে মোট ফোরজি টাওয়ারের সংখ্যা ৫ হাজার ৭৬০ এ পৌঁছানোর আশা করছি।”

তিনি আরও জানান, দায়িত্ব পালনকালীন সময়ে ইতিমধ্যে ১ হাজার ৭৬০টিরও বেশি ফোরজি টাওয়ার বাস্তবায়ন হয়েছে। পাশাপাশি পাইপলাইনে আরও ২ হাজার ৪২০টি টাওয়ার চালু করার প্রক্রিয়া চলছে।

কালের সমাজ // র.ন

Side banner
Link copied!