ঢাকা মঙ্গলবার, ০৫ আগস্ট, ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২

কঠোর নিরাপত্তায় মিরপুর স্টেডিয়াম

কালের সমাজ | নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ৩, ২০২৫, ০৩:০৮ পিএম কঠোর নিরাপত্তায় মিরপুর স্টেডিয়াম

বিপিএলে টিকিট না পাওয়ায় গতকাল মিরপুর সুইমিং কমপ্লেক্সে ব্যাপক ভাঙচুর এবং কাউন্টারে আগুন দেয় দর্শকরা। তাই মিরপুর স্টেডীয়াম এলাকায় নিরাপত্তা বাড়াতে পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।শুক্রবার (৩ জানুয়ারি) দিনের প্রথম ম্যাচে চিটাগং কিংসের বিপক্ষে মাঠে নামবে দুর্বার রাজশাহী। দ্বিতীয় ম্যাচকে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে খেলবে রংপুর রাইডার্স।

আর এই দুই ম্যাচের টিকিট বিক্রি হচ্ছে স্টেডিয়াম-সংলগ্ন সুইমিং কমপ্লেক্সের বুথে। সেখানে রাস্তার দুই পাশে লম্বা লাইনে দাঁড়িয়ে টিকিট নিচ্ছেন দর্শকরা। এখানে সব ধরনের দুর্ঘটনা এড়াতে কাজ করছে পুলিশ, রাব ও সেনাবাহিনী।

গতকাল সুইমিং কমপ্লেক্সে ব্যাপক ভাঙচুর এবং কাউন্টারে আগুন দেওয়ায় নড়েচড়ে বসেছে বিসিবি। তাই আজ বিপিএলের নিরাপত্তায় কী পরিমাণ পুলিশ নিয়োজিত আছে জানতে চাওয়া হয় সেখানে দায়িত্ব পালন করা একজন শীর্ষ পুলিশ কর্মকর্তার কাছে।

জবাবে সেই পুলিশ কর্মকর্তা বলেন, আমরা গতকালকের থেকে ১০০ জন বেশি আছি। সব মিলিয়ে প্রায় ৫০০ জন কাজ করছি বিপিএলের নিরাপত্তায়।

গত কয়েক বছর ধরে বিপিএলের আরেকটি নাম হয়ে উঠেছিল বিতর্ক। তাই নতুন বিসিবি সভাপতির কাছে চ্যালেঞ্জ ছিল বিপিএলকে বিতর্ক মুক্ত করা। যেখানে পুরোপুরি ব্যর্থ হয়েছেন ফারুক আহমেদ। অনেকেই বলছেন বিপিএল ইতিহাসের সবচেয়ে বিতর্কিত আসর এটি।

এবার দর্শকদের ভোগান্তি কমাতে ৮০ শতাংশ টিকিট অনলাইনে দেওয়ার কথা জানিয়েছিল বিসিবি। সেখানেও বির্তক মুক্তসেবা দিতে ব্যর্থ বিসিবি। অনলাইনে পেমেন্ট করেও টিকিট পেতে হয়রানি হতে হচ্ছে দর্শকদের।  

কালের সমাজ/আ.য

 

Side banner
Link copied!