ঢাকা মঙ্গলবার, ০৬ মে, ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

ইনজুরির কারণে আর্জেন্টিনা স্কোয়াড থেকে ছিটকে গেলেন মেসি

কালের সমাজ মার্চ ১৮, ২০২৫, ১১:৩৪ এএম ইনজুরির কারণে আর্জেন্টিনা স্কোয়াড থেকে ছিটকে গেলেন মেসি

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে লড়বে আর্জেন্টিনা। ২২ মার্চ বাংলাদেশ সময় ভোর ৫:৩০টায় উরুগুয়ের মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা, আর ২৬ মার্চ ভোর ৬টায় তাদের প্রতিপক্ষ ব্রাজিল। তবে এই দুই গুরুত্বপূর্ণ ম্যাচে দলে থাকছেন না লিওনেল মেসি। ইনজুরির কারণে বাছাইপর্বের এই ম্যাচগুলো থেকে ছিটকে গেছেন আর্জেন্টাইন সুপারস্টার।

সোমবার (১৭ মার্চ) আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি আসন্ন ম্যাচগুলোর জন্য ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছেন। দলে জায়গা হয়নি মেসিসহ আরও ছয়জনের। তারা হলেন—গনসালো মন্তিয়েল, ফ্রান্সিসকো ওর্তেগা, জিওভানি লো সেলসো, আলেহান্দ্রো গারনাচো, ক্লদিও এচেভেরি এবং পাওলো দিবালা।

গত দুই সপ্তাহ ইনজুরির কারণে মাঠের বাইরে ছিলেন মেসি। ইন্টার মায়ামির হয়ে তিনটি ম্যাচও মিস করেছেন। তবে গত শুক্রবার কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের শেষ ষোলোর ম্যাচে বদলি হিসেবে নেমে দুর্দান্ত একটি গোল করেন তিনি।

পরের ম্যাচে, আটলান্টার বিপক্ষে এমএলএসের খেলায় শুরুর একাদশে ফিরেও গোল করেন এই তারকা। তবে ওই ম্যাচেই নতুন করে অস্বস্তি বোধ করেন মেসি। ম্যাচ শেষে স্ক্যান করালে তার পায়ের মাংসপেশি ও সংযোগস্থলে ইনজুরি ধরা পড়ে। ফলে জাতীয় দলের হয়ে না খেলার সিদ্ধান্ত নেন তিনি।

আর্জেন্টিনা কোচ স্কালোনি এবং ইন্টার মায়ামি কোচ হাভিয়ের মাশ্চেরানো আলোচনার পর মেসিকে আন্তর্জাতিক বিরতির সময় বিশ্রাম দেওয়ার বিষয়ে একমত হয়েছেন।

বর্তমানে কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে ১২ ম্যাচে ৮ জয় ও ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। তবে সাম্প্রতিক সময়ে তাদের পারফরম্যান্স কিছুটা হতাশাজনক। শেষ পাঁচ ম্যাচের মধ্যে দুইটিতেই হেরেছে দলটি।

আর্জেন্টিনা স্কোয়াড:
গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ, হেরোনিমো রুলি, ওয়ালতার বেনিতেজ।
ডিফেন্ডার: নাহুয়েল মলিনা, হুয়ান ফয়েথ, ক্রিস্টিয়ান রোমেরো, হেরমান পেসেলা, লিওনার্দো বালেরদি, নিকোলাস ওতামেন্দি, ফাকুন্দো মেদিনা, নিকোলাস তালিয়াফিকো।
মিডফিল্ডার: লিয়ান্দ্রো পারেদেস, এনজো ফার্নান্দেজ, রদ্রিগো দি পল, এজেকিয়েল পালাসিওস, অ্যালেক্সিস ম্যাক আলিস্তার, মাক্সিমো পেরোনে, বেঞ্জামিন দমিনগেজ, থিয়াগো আলমাদা।
ফরোয়ার্ড: জুলিয়ানো সিমিওনে, নিকোলাস গঞ্জালেস, নিকোলাস পাজ, আনহেল কোরেয়া, হুলিয়ান আলভারেজ, লাওতারো মার্তিনেজ, সান্তিয়াগো কাস্ত্রো।

বিশ্বকাপ বাছাইপর্বে মেসিকে ছাড়াই কেমন পারফর্ম করবে আর্জেন্টিনা, সেটাই এখন দেখার বিষয়।


 

কালের সমাজ// এ.জে

Side banner