ঢাকা মঙ্গলবার, ০৬ মে, ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

হামজাকে বাংলাদেশের মেসি বললেন জামাল ভূঁইয়া

ক্রীড়া প্রতিবেদক মার্চ ১৯, ২০২৫, ০৬:৫৪ পিএম হামজাকে বাংলাদেশের মেসি বললেন জামাল ভূঁইয়া

লাল-সবুজের জার্সিতে অভিষেকের আগেই দেশের ফুটবলপ্রেমীদের ভালোবাসায় সিক্ত হয়েছেন হামজা দেওয়ান চৌধুরী। তাকে ঘিরে উচ্ছ্বাসে ভাসছে বাংলাদেশ। এমন আবহে জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া হামজাকে "বাংলাদেশের মেসি" বলে আখ্যায়িত করেছেন।

বুধবার (১৯ মার্চ) রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে জামাল ভূঁইয়া বলেন, হামজার আগমনে দেশের ফুটবলে নতুন উদ্দীপনা এসেছে। তার কারণেই সারা দেশ ফুটবল উন্মাদনায় মেতেছে।

জামাল ভূঁইয়া আরও বলেন, "হামজা প্রিমিয়ার লিগের খেলোয়াড়। তার অভিজ্ঞতা আমাদের দলের জন্য গুরুত্বপূর্ণ।"

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় দলের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা ও হামজা চৌধুরী। এ সময় এক সাংবাদিক জানতে চান, ম্যাচটি কি সুনীল ছেত্রী বনাম হামজা চৌধুরীর লড়াই হবে? জবাবে জামাল বলেন, "না, এটা কেবল সুনীল ও হামজার মধ্যকার লড়াই নয়। সুনীল অনেক ভালো খেলোয়াড়, কিন্তু হামজা ইংলিশ প্রিমিয়ার লিগের অভিজ্ঞতাসম্পন্ন ফুটবলার।"

ইংল্যান্ডের বয়সভিত্তিক জাতীয় দলে খেলা হামজা প্রথমবারের মতো বাংলাদেশের জার্সিতে মাঠে নামবেন ২৫ মার্চ। জাতীয় দলে নতুন হলেও দীর্ঘদিনের অভিজ্ঞতাসম্পন্ন সতীর্থদের কাছ থেকে শেখার আগ্রহ প্রকাশ করেছেন তিনি।

হামজা বলেন, "জামালসহ অনেকেই দীর্ঘদিন ধরে জাতীয় দলে খেলছে। তাদের অভিজ্ঞতা থেকে আমি শিখতে চাই।"

 

কালের সমাজ// এ.জে

Side banner