ঢাকা মঙ্গলবার, ০৫ আগস্ট, ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২

সাকিবের জন্য সুখবর

কালের সমাজ | স্পোর্টস ডেস্ক অক্টোবর ১০, ২০২৪, ০১:০৩ পিএম সাকিবের জন্য সুখবর

এবার সুখবর পেলেন সাকিব আল হাসান। আবুধাবী টি-টেন লিগে বাংলা টাইগার্সের হয়ে খেলবেন সাকিব। আসন্ন আসরের জন্য আইকন ক্রিকেটার হিসেবে সাকিবের সঙ্গে চুক্তি করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

আজ বৃহস্পতিবার (১০ অক্টোবর) সাকিবের সঙ্গে চুক্তির খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছে বাংলা টাইগার্স।

এই লিগের সর্বশেষ আসরেও বাংলা টাইগার্সের সঙ্গে চুক্তি ছিল সাকিবের। তবে চোটের কারণে গত আসরে মাঠে নামা হয়নি তার। আসর শুরুর আগেই আঙুলের চোটে ছিটকে যান এই অলরাউন্ডার। আসন্ন আসরে আবারও সাকিবের ওপর আস্থা রেখেছে দলটি।

এদিকে সম্প্রতি আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সাকিব। টেস্ট থেকেও অবসরের ঘোষণা দিয়ে রেখেছেন সাকিব। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন সিরিজ দিয়ে লাল বলের ক্রিকেটকে বিদায় জানাতে চান তিনি। তবে নিরাপত্তা ইস্যুতে দেশের মাটিতে এই সিরিজে তার খেলা নিয়ে সংশয় আছে।

তবে ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা চালিয়ে যাবেন তিনি। বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এই অলরাউন্ডার। 


কালের সমাজ/যাবিদ

Side banner
Link copied!