অস্ট্রেলিয়ার টেস্ট খেলার অভিজ্ঞতা বাংলাদেশের বর্তমান দলের কারও নেই। ২০০৩ সালে সবশেষ অজিরা বাংলাদেশকে আতিথেয়তা দেয়। ২৩ বছর পর আবার অস্ট্রেলিয়ায় টেস্ট খেলবে বাংলাদেশ।
আগেরবার বাংলাদেশের বিপক্ষে বড় কোনো স্টেডিয়াম নয়, নতুন ভেন্যুতে খেলে অস্ট্রেলিয়া। আর প্রায় দুই যুগ পর বাংলাদেশের বিপক্ষে সিরিজটিও নতুন মাঠেই আয়োজনের কথা ভাবছে তারা।
বাংলাদেশের বিপক্ষে খেলার জন্য অস্ট্রেলিয়ার ১২তম ভেন্যু হিসেবে কুইন্সল্যান্ড রাজ্যের ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনার উদ্বোধন হতে পারে। ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) একটি প্রতিবেদনে বাংলাদেশের বিপক্ষে টেস্টের মাঠ নিয়ে এমনটাই জানিয়েছে।
২০২৬ সালের আগস্টে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া যাবে বাংলাদেশ। যদিও সিরিজের ভেন্যু এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি ক্রিকেট অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ান গ্রীষ্মের আগে হওয়ায় এই সিরিজের জন্য মূল কোন ভেন্যু পাওয়া যাবে না। রিফ অ্যারেনায় একটি টেস্ট হলেও বিবেচনায় রাখা হয়েছে কেয়ার্নস ও ডারউইনও। যেখানে আগে খেলেছে বাংলাদেশ। এছাড়াও টাউনসভিলকেও বিবেচনা করা হচ্ছে। দেশের উষ্ণ উত্তরাঞ্চলে একাধিক বিকল্প খুঁজছে সিএ, যেখানে সারা বছর উষ্ণ আবহাওয়ার কারণে শীতকালেও ক্রিকেট সম্ভব।
ক্রিকেট নর্দার্ন টেরিটরির প্রধান নির্বাহী গ্যাভিন ডোভি পূর্বে ক্রিকেট ডটকম ডট অস্ট্রেলিয়াকে বলেন, তিনি ‘আশাবাদী’ যে ডারউইন ম্যাচগুলোর একটি পাবে। ম্যাকাইয়ের ভেন্যুটি ১০ হাজার আসনের গ্র্যান্ডস্ট্যান্ড, সম্প্রচার এলাকা ও উচ্চমানের ট্রেনিং সুবিধা তৈরির জন্য রাজ্য সরকার থেকে ২ কোটি ডলার তহবিল পেয়েছে।
এই বছর অস্ট্রেলিয়া পুরুষ দল এই মাঠে দুইটি ওয়ানডে খেলেছে। এছাড়া ২০২৪ সালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যে দুটি নারী টি-টোয়েন্টি এবং ২০২১ সালে অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যে তিনটি নারী ওয়ানডে ম্যাচ হয়েছিল এই ভেন্যুতে।
কালের সমাজ/এসআর


আপনার মতামত লিখুন :