দানি ওলমো ও রবার্ট লেভানদোভস্কির শেষ মুহূর্তের গোলে এস্পানিওলের বিপক্ষে ঘাম ঝরানো জয় পেয়েছে বার্সেলোনা। বল দখল এবং আক্রমণে আধিপত্য দেখালেও গোল খরা কাটাতে ৮৬ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে হান্সি ফ্লিকের শিষ্যদের।
শনিবার রাতে লা লিগার এই ম্যাচে নগর প্রতিদ্বন্দ্বী এস্পানিওলকে ২-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করল বার্সা।
এস্পানিওলের মাঠে শুরু থেকেই বলের নিয়ন্ত্রণে এগিয়ে ছিল বার্সেলোনা।
তবে স্বাগতিকদের রক্ষণভাগ এবং গোলকিপার দিমিত্রোভিচের দৃঢ়তায় বারবার হতাশ হতে হয়েছে লামিনে ইয়ামাল-রাফিনিয়াদের। ম্যাচের ২০ মিনিটে পাল্টা আক্রমণে বার্সাকে ভড়কে দিয়েছিল এস্পানিওল, তবে গোলরক্ষক গার্সিয়াকে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন রবার্তো ফের্নান্দেস।
প্রথমার্ধে ইয়ামাল এবং ফেরান তোরেস বেশ কিছু সুযোগ পেলেও গোলের দেখা মেলেনি। বিরতির পরও আধিপত্য বজায় রাখে বার্সা।
তবে ৭১ মিনিটে এরিক গার্সিয়া এবং পেদ্রির সহজ সুযোগ হাতছাড়া হলে ম্যাচটি ড্রয়ের দিকে এগোচ্ছিল।
অবশেষে ম্যাচের ৮৬ মিনিটে ডেডলক ভাঙেন দানি ওলমো। ফের্মিন লোপেসের পাসে বক্সের বাইরে থেকে এক জোরালো শটে বল জালে জড়ান তিনি। গোল হজম করে এস্পানিওল যখন সমতায় ফেরার চেষ্টায় মরিয়া, ঠিক তখনই নির্ধারিত সময়ের শেষ মিনিটে গোল করে বার্সার ৩ পয়েন্ট নিশ্চিত করেন পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানদোভস্কি।
এই জয়ের ফলে ১৯ ম্যাচে ১৬ জয় ও ১ ড্রয়ে ৪৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বার্সেলোনা। সমান ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে তালিকার পাঁচে অবস্থান করছে এস্পানিওল। অন্যদিকে, এক ম্যাচ কম খেলে ৪২ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকা রিয়াল মাদ্রিদ আজ রাতে মুখোমুখি হবে রিয়াল বেতিসের।
এই জয়ের মাধ্যমে লা লিগায় টানা ৯ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড ধরে রাখল কাতালানরা, যা লিগ শিরোপার দৌড়ে তাদের অনেকখানি এগিয়ে দিয়েছে।
কালের সমাজ/এসআর


আপনার মতামত লিখুন :