রাজবাড়ী সদর উপজেলার কল্যাণপুরে দাঁড়িয়ে থাকা একটি সবজিবোঝাই পিকআপ ভ্যানের পেছনে চালবোঝাই ট্রাকের ধাক্কায় চালক ও তাঁর সহকারী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) গভীর রাতে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কল্যাণপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বুধবার সকালে আহলাদিপুর হাইওয়ে থানার ওসি মো. শামীম শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহতরা হলেন কুষ্টিয়া সদরের পারখানা ত্রিমোহনীর মনসুর মোল্লার ছেলে নাজমুল (৩৫) এবং পশ্চিম মৌজমপুরের শাহিন মোল্লার ছেলে কাওসার (৩০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১টার দিকে ঢাকামুখী পিকআপ ভ্যানটি কল্যাণপুর এলাকায় দাঁড়িয়ে চাকা পরিবর্তন করছিল। ঠিক তখনই পেছন থেকে আসা একটি ট্রাক পিকআপটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। পরে পুলিশ তাঁদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি মো. শামীম শেখ জানান, দুর্ঘটনায় জড়িত দুইটি গাড়িই কুষ্টিয়া থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল। ঘটনার পরপরই মরদেহ উদ্ধার ও ট্রাক দুটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :