সিদ্ধিনগঞ্জে একটি নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা জায়গা থেকে মাকসুদুল হাসান জনি (৩০) যুবকের অর্ধগলিত লাশের ক্লুলেস হত্যা মামলায় জড়িতের প্রধান আসামি জাহাঙ্গীর কে২৪ ঘন্টার মধ্যে আটক করেছে র্যাব-১১।
শুক্রবার (১৮ জুলাই) সিদ্ধিরগঞ্জের নিমাইকাশারী বাজার সংলগ্ন তাকওয়া টাওয়ারের নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা জায়গা থেকে মাকসুদুল হাসান জনি`র অর্ধ গলিত লাশ উদ্ধার করে সিদ্ধিরগঞ্জ পুলিশ।
নিহত মাকসুদুল হাসান জনি সিদ্ধিরগঞ্জ এলাকার নিমাইকাশারী এলাকার শুক্কুর আলী`র বাসিন্দা।
তথ্য নিয়ে জানা যায়, ঐ দিন দুপুর ১২টার দিকে কয়েকটি শিশু নির্মাণাধীন ভবনে খেলতে গিয়ে মরা দেহটিকে দেখতে পেয়ে চিৎকার করলে আশেপাশের লোকজন এগিয়ে আসে।পরে স্থানীয়রা সিদ্ধিরগঞ্জ থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভবনের লিফটের নিচে ফাঁকা জায়গা ময়লা পানি থেকে থেকে অর্ধ গলিত লাশটি উদ্ধার করে।
পুলিশ প্রাথমিকভাবে ধারণা করেন, লাশটি শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহটি নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়। তাঁরই পরিপ্রেক্ষিতে সিদ্ধিরগঞ্জ থানা একটি ক্লুলেস হত্যা মামলা দায়ের করা হয়।
নারায়ণগঞ্জ র্যাব-১১ একটি চৌকস দল তাৎক্ষণিক ঘটনা স্থল পরিদর্শন করেন এবং নিশংস ক্লুলেস হত্যার সাথে জড়িত থাকা আসামিদের গ্রেফতারের জন্য র্যাব-১১ছায়া তদন্ত শুরু করেন।র্যাব নিজস্ব গোয়েন্দা নজরদারি ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র্যাব-১১সিপিএসসি, আদমজী নগর, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ বাগমারা এলাকায় (৯:৪৫) বিশেষ অভিযান পরিচালনা করেন।উক্ত অভিযানে সময় ও স্থান সুত্রে বর্ণিত ক্লুলেস হত্যা মামলার তদন্ত প্রাপ্ত পলাতক আসামি সিদ্ধিরগঞ্জ থানা বাগমারা এলাকার,আঃ মমিন মিয়ার ছেলে ১/জাহাঙ্গীর (৩৮)কে আটক করে। আসামিকে জিজ্ঞাসাবাদে বর্ণিত হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করে।
পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য আসামি কে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
কালের সমাজ//এসং.র.ন
আপনার মতামত লিখুন :