ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২

লামায় মোবাইল কোর্টে শৃঙ্খলা ফিরেছে, বেড়েছে রাজস্ব আদায়

কালের সমাজ | মো. ইসমাইলুল করিম, বান্দরবান প্রতিনিধি জুলাই ২৭, ২০২৫, ০৪:১৭ পিএম লামায় মোবাইল কোর্টে শৃঙ্খলা ফিরেছে, বেড়েছে রাজস্ব আদায়

বান্দরবানের লামা উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনায় শৃঙ্খলা প্রতিষ্ঠা ও রাজস্ব বৃদ্ধিতে দৃশ্যমান অগ্রগতি হয়েছে। ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি দায়িত্ব নেওয়ার পর থেকেই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করছেন, যার ইতিবাচক প্রভাব পড়েছে সর্বত্র।

উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, ২৭ জুলাই পর্যন্ত পরিচালিত মোবাইল কোর্টে বিভিন্ন আইনের আওতায় মোট ১ কোটি ৯ লাখ ৪২ হাজার ৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং ১৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

মোবাইল কোর্টে যেসব আইনের আওতায় ব্যবস্থা নেওয়া হয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো—

  • ইটভাটা (স্থাপন ও নিয়ন্ত্রণ) আইন, ২০১৩: জরিমানা – ১৩,৩০,০০০ টাকা

  • বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০: কারাদণ্ড – ৭ জন, জরিমানা – ৯,০০,০০০ টাকা

  • পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫: জরিমানা – ১৭,৪০,০০০ টাকা

  • বালুমহাল নিলামে আদায়: ৬৭,০৮,৭৫০ টাকা

  • মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮: কারাদণ্ড – ১১ জন, জরিমানা – ১০০ টাকা

  • ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯: জরিমানা – ৫৭,০০০ টাকা

  • ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮: জরিমানা – ১,২৭,০০০ টাকা

এছাড়া স্থানীয় সরকার আইন, জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন, তামাক নিয়ন্ত্রণ আইন, সড়ক পরিবহন আইনসহ আরও কয়েকটি আইনের অধীনেও অভিযান ও জরিমানা চালানো হয়েছে।

স্থানীয়দের মতে, লামায় এত ব্যাপক ও ধারাবাহিকভাবে মোবাইল কোর্ট পরিচালনার নজির অতীতে ছিল না। অবৈধ বালু উত্তোলন, মাদক বাণিজ্য, পরিবেশ দূষণ, ওজনে কারচুপি, অনুমোদনহীন ব্যবসার বিরুদ্ধে কঠোর পদক্ষেপে শৃঙ্খলা ফিরেছে এবং সরকারের রাজস্ব আয় বেড়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিন বলেন, “জনস্বার্থে মোবাইল কোর্টের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। শৃঙ্খলা প্রতিষ্ঠা ও রাজস্ব আদায়ের এই সাফল্য জনগণের সচেতনতা ও অংশগ্রহণের ফল। ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।”

কালের সমাজ//র.ন

Side banner

পথে-প্রান্তরে বিভাগের আরো খবর

Link copied!