ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২

মাইলস্টোন স্কুলের দুর্ঘটনায় নিহতদের স্মরণে মুকসুদপুর প্রেসক্লাবে দোয়া মাহফিল

কালের সমাজ | মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি জুলাই ২৭, ২০২৫, ০৬:০১ পিএম মাইলস্টোন স্কুলের দুর্ঘটনায় নিহতদের স্মরণে মুকসুদপুর প্রেসক্লাবে দোয়া মাহফিল

গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলায় ঢাকার মাইলস্টোন স্কুলে বিমান দূর্ঘটনায় নিহতদের স্মরণে মুকসুদপুর প্রেসক্লাবে  আলোচনা সভা দোয়া মহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার ২৭ জুলাই বিকাল ৫ ঘটিকায় মুকসুদপুর প্রেসক্লাবের কার্যালয়ে গত ২১/৭/২০২৫ তারিখে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দূর্ঘটনায় ঢাকার মাইলস্টোন স্কুলে নিহতদের স্মরণে আলোচনা সবা ও দোয়া মহফিল অনুষ্ঠিত হয়েছে।

মুকসুদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ওহিদুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের উপদেষ্টা ফরিদ আহম্মেদ মিয়া, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি মোঃ সিরু মিয়া।

অনুষ্ঠানে নিহতদের স্মরণে বক্তব্য রাখেন, সিনিয়র সহসভাপতি মোঃ হাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ূম শরীফ, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফিন মুক্তা, হুসাইন কবির। বক্তারা মাইলস্টোন স্কুলে নিহতদের স্মরণে বক্তব্যে রাখতে গিয়ে সরকারের প্রতি আহ্বান জানান নিহতদের পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করে তাদের প্রতি যথাযথ সমবেদনা এবং আহতদের সুচিকিৎসার ব্যবস্থা গ্রহণে সর্বোচ্চ সতর্কতার দাবি রাখেন, এবং কেউ যেন এই দূর্ঘটনা পূঁজি করে রাজনৈতিক ফায়দা তুলতে না পারে সে বিষয়ে লক্ষ্য রাখার আহ্বান জানান।

এসময় আরো উপস্থিত ছিলেন সহসভাপতি কবির হোসেন, কোষাধ্যক্ষ রাজু মিয়া,  প্রচার সম্পাদক মামুন, আইন বিষয়ক সম্পাদক আকাশ মিয়া তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইসমাইল হোসেন পান্নু সহ অন্যান্য সদস্যবৃন্দ।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!