ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২

জুলাই পুনর্জাগরণ উপলক্ষে ফরিদপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি

কালের সমাজ | বিপুল চন্দ,ফরিদপুর জুলাই ২৮, ২০২৫, ০৫:৪৪ পিএম জুলাই পুনর্জাগরণ উপলক্ষে ফরিদপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি

জুলাই পুনর্জাগরণ উদযাপন উপলক্ষে ফরিদপুরে অনুষ্ঠিত হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি। আজ সোমবার সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত জেলা প্রশাসন ও সিভিল সার্জনের কার্যালয়ের যৌথ উদ্যোগে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সার্বিক) সোহরাব হোসেন, জেলা পুলিশ সুপার আব্দুল জলিল পিপিএম, সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসানসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।

মেডিকেল ক্যাম্পে সার্জারি, গাইনি, মেডিসিন ও নাক-কান-গলা বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকগণ রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন। পাশাপাশি রোগীদেরকে বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হয়।

এছাড়া প্রেসার মাপা, ডায়াবেটিস পরীক্ষা এবং রক্তের গ্রুপ নির্ণয়সহ নানা ধরণের প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।
আয়োজকরা জানান, এই ক্যাম্পে প্রায় দুই শতাধিক রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেছেন।

রক্তদান কর্মসূচিতেও উল্লেখযোগ্য সংখ্যক স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করেন, যা এলাকার তরুণ সমাজের মধ্যে মানবিক সচেতনতার পরিচয় বহন করে।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!