ঢাকা শুক্রবার, ১৬ মে, ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

ইবিতে ২৪ মে ডিনস অ্যাওয়ার্ড প্রদান, পুরস্কার পাবেন ২৪ শিক্ষার্থী

কালের সমাজ | সুবংকর রায়, ইবি প্রতিনিধি মে ১৪, ২০২৫, ০৫:০৮ পিএম ইবিতে ২৪ মে ডিনস অ্যাওয়ার্ড প্রদান, পুরস্কার পাবেন ২৪ শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ের কৃতী শিক্ষার্থীদের ডিনস অ্যাওয়ার্ড আগামী ২৪ মে প্রদান করা হবে। বুধবার (১৪ মে) বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. এম এয়াকুব আলীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিটি অনুষদ থেকে সর্বোচ্চ সাফল্য অর্জনকারী প্রথম ৩ জন করে মোট ২৪ জন শিক্ষার্থীকে এ পুরস্কার প্রদান করা হবে। অনুষ্ঠানটি বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হবে।


ডিনস অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপাচার্য প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপ-উপাচার্য প্রফেসর ড. এম এয়াকুব আলী এবং কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরাও উপস্থিত থাকবেন।


উল্লেখ্য, ইসলামী বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ৮টি অনুষদ রয়েছে— ধর্মতত্ত্ব ও ইসলামী শিক্ষা অনুষদ, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ, জীববিজ্ঞান অনুষদ, বিজ্ঞান অনুষদ, ব্যবসায় প্রশাসন অনুষদ, কলা অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ এবং আইন অনুষদ।


কালের সমাজ//র.ন

Side banner